কলকাতা: ভারতীয় বংশোদ্ভুত অভিনেত্রী ও টেলিভিশন হোস্টকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ এক পুরোহিতের বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায় । জানা যাচ্ছে, এই পুরোহিতও ভারতীয় বংশোদ্ভুত । Miss Grand Malaysia pageant বিজয়ী ওই অভিনেত্রী দাবি করেছেন, 'ভারতের পবিত্র জল' বলে জল ছুঁইয়ে ওই অভিনেত্রীকে অশালীনাবে স্পর্শ করেছেন । মরিয়াম্মাম মন্দিরে একটি ধার্মিক অনুষ্ঠান চলাকালীন নাকি পুরোহিত ওই অভিনেত্রীকে বলেন তাঁর পোশাক তুলতে । এরপরেই তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন ওই পুরোহিত । 

ঘটনার শেষ এখানেই নয়, অভিনেত্রীর অভিযোগ, তিনি গোটা ঘটনাটা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । তবে পুলিশ নাকি তাঁকে এই বিষয়ে বিন্দুমাত্র সাহায্য করেননি । উল্টে পুলিশ বলে গোটা বিষয়টা প্রকাশ্যে না আনতে । এরপরে অভিনেত্রী উপায়ন্তর না দেখে গোটা বিষয়টা ইনস্টাগ্রাম পোস্টে জানান । সেখান থেকেই ছড়িয়ে পড়ে খবরটা । অভিনেত্রী জানিয়েছেন, তিনি যে তেমন আধাত্মিক তেমন নয় । তবে তিনি ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন । এরপরে পুরোহিত পবিত্র জল স্পর্শ করানোর নামে তাঁকে যেভাবে স্পর্শ করেন তা হেনস্থারই নামান্তর । অভিনেত্রীর কথায়, 'ওই পুরোহিত ভারতের পবিত্র জল ছুঁইয়ে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন । পুলিশে অভিযোগ জানাতে গিয়েছিলাম । কিন্তু উল্টে পুলিশ আধিকারিক ঘটনাটি প্রকাশ্যে না আনার জন্য সতর্ক করে দেন ।' জানা গিয়েছে, ওই মহিলা পেশায় মডেল । অভিনয় এবং টেলিভিশন উপস্থাপনাও করে থাকেন । একাধিক সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছেন সেরার শিরোপা । তবে মডেল হিসাবে কর্মজীবন শুরু করার আগে তিনি স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করতেন । 

অন্যদিকে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পুরোহিত আপাতত বিদেশে সফর করছেন । সেই কারণেই তাঁকে আটক বা জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না । সেকশন ৩৫৪-এর অধীনে এই কেসটার তদন্ত হবে বলে জানানো হয়েছে । এই ধারায় দোষী প্রমাণিত হলে অভিযুক্তের ১০ বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে । সঙ্গে হতে পারে জরিমানাও । পুলিশের তরফ থেকে মন্দিরের কাছে ওই পুরোহিত সম্পর্কে সমস্ত তথ্য দিতে বলা হয়েছে ।

ওই মহিলা আরও জানিয়েছেন, তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে যাওয়ার আগেই ওই পুরোহিত মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন ।