কলকাতা: সিনেমার পর্দায় আমরা যা দেখি, তা কো কেবল ঘন্টা তিনেকের গল্প। কিন্তু তার বাইরেও যে কত ঘটনা ঘটে। কিছু সুখস্মৃতি আবার কিছু অপ্রিয়। সদ্য, পুরনো কথা বলতে গিয়ে চর্চায় উঠে এসেছে 'মার্ডার' (Murder)-র ছবির একটি ঘটনা। অস্মিত প্যাটেল (Ashmit Patel) সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই এক ঘটনার কথা তুলে এনেছেন। আর তারপর থেকেই, চর্চায় মল্লিকা শেরওয়াত (Mallika Sherawat) ও অস্মিতের একটি ঘটনা। ঠিক কী হয়েছিল 'মার্ডার' ছবিটার সেটে?
সম্প্রতি অস্মিত একটি সাক্ষাৎকারে বলেন, মার্ডার ছবির সেটে মল্লিকা নাকি অভিযোগ করেন, একটি দৃশ্যে অভিনয় করার সময় মল্লিকাকে নাকি দমবন্ধ করে মেরে ফেলতে গিয়েছিলেন অস্মিত। দৃশ্যটি অবশ্য ছিল গলা টিপে ধরারই। আর সেই দৃশ্যে অভিনয় করতে গিয়েই নাকি অস্মতি এমনভাবে মল্লিকার গলা টিপে ধরেছিলেন যে নায়িকার দমবন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সেই অভিযোগ তিনি নাকি করেছিলেন পরিচালককেও।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অস্মিত বলেন, 'ছবিতে একটি দৃশ্য ছিল আমি মল্লিকার গলা টিপে ধরব। আমি নাসিরুদ্দিন শাহের কাছে জানতে চেয়েছিলাম, কীভাবে গলা টিপের ধরার দৃশ্যে সঠিকভাবে অভিনয় করা যায় অথচ সহ-অভিনেত্রীকে আঘাত না করে। সেই মতোই অভিনয় করেছিলাম আমি। কিন্তু শ্যুটিংয়ের শেষে মল্লিকা অভিযোগ করেন, ওই দৃশ্যে অভিনয় করার সময় আমি নাকি মল্লিকার দমবন্ধ করে তাঁকে প্রায় মেরে ফেলতে গিয়েছিলাম। সেই সময়ে পরিচালক আমায় মল্লিকার কাছেও ক্ষমা চাইতে বলেন। আমি রাজি হইনি। বলেছিলাম, শ্যুটিংয়ের ফুটেজ মনিটরে দেখা হোক। সত্যিই যদি মনে হয় যে, আমি মল্লিকাকে গলা টিপে মেরে ফেলতে গিয়েছিলাম, তাহলে অবশ্যই আমি ক্ষমা চাইব। তা না হলে, মল্লিকাকে আমার কাছে ক্ষমা চাইতে মিথ্যে কথা বলার জন্য। আমার সেই অনুরোধ অবশ্য শোনা হয়নি।' অস্মিত আরও বলেন, ' ছবির শ্যুটিং থেকে শুরু করে প্রচারের সময় আমি দেখেছিলাম, সমস্ত লাইমলাইট কেড়ে নিচ্ছেন ইমরান খান (Imran Khan) ও মল্লিকা শেরওয়াত। তখন আমি কিছু বলতাম না।'
আরও পড়ুন: 3 Idiots: নজর কেড়েও হারিয়ে গেলেন, এখন কেমন আছেন 'থ্রি ইডিয়েটস'-এর মিলিমিটার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।