মুম্বই: নেদারল্যান্ডসের স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রি আ গার্লকে ভারতের ভিসা দেওয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ওই সংস্থার সহ প্রতিষ্ঠাতা ইভলিন হোলসকেনের ভিসা আবেদন বারবার খারিজ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিদেশমন্ত্রীকে টুইট করেছেন মল্লিকা।


মল্লিকা নিজেও ফ্রি আ গার্ল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। এই এনজিও ভারতে নারী পাচার ও শিশুদের বাণিজ্যিক কারণে যৌন শোষণের বিরুদ্ধে লড়াই করে। তিনি গতকাল টুইট করে বিদেশমন্ত্রীকে বলেছেন, ফ্রি আ গার্লের সহ প্রতিষ্ঠাতার ভারতের জন্য ভিসা বারবার বাতিল হয়ে যাচ্ছে। এই এনজিও শিশু ও নারী পাচারের বিরুদ্ধে খুব ভাল কাজ করে। দয়া করে সাহায্য করুন।

[embed]https://twitter.com/mallikasherawat/status/962923451030814720?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fmallika-sherawat-requests-sushma-swaraj-to-help-ngo%25e2%2580%2589founder-get-visa-790878[/embed]

মল্লিকা ফ্রি আ গার্লের নিজস্ব কার্যক্রম স্কুল ফর জাস্টিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এর মাধ্যমে যৌনপল্লী থেকে উদ্ধার মেয়েদের শিক্ষা ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আইনজীবী হয়ে বিচারবিভাগে কাজ করতে পারে তারা।

মল্লিকার আশা, সুষমা তাঁর টুইটের ইতিবাচক জবাব দেবেন।