মুম্বই:  জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীকে গত সাত-আট মাস ধরে টেলিফোন করা এবং অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার ২৩ বছরের এক তরুণ। সোনারিকা ভাদোরিয়া নামে ওই অভিনেত্রী তেলগু ছবিতেও অভিনয় করেছেন। একটি চ্যানেলে 'পার্বতী' ও 'দেবোঁ কে দেব' সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছেন।


সোনারিকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত সাত-আট মাস ধরে ওই ব্যক্তি তাঁকে লাগাতর ফোন করতেন, মেসেজ পাঠাতেন। এতে খুবই বিরক্ত লাগত। মেসেজ দেখে ভয়ও লাগত। একটা সময় অভিযুক্তের মোবাইল নম্বর ব্লক করে দেন তিনি। কিন্তু নম্বর পাল্টে ফের ফোন ও মেসেজ পাঠানো শুরু করেন ওই অভিযুক্ত। প্রায় ২৫ টি মোবাইল নম্বর থেকে তিনি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন। কয়েকদিনের জন্য মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন সোনারিকা। সেই সময় অভিযুক্ত তাঁর আত্মীয়স্বজন, এমনকি বাবাকেও ফোন করতে শুরু করেন। প্রথমে উপেক্ষা করলেও গত ফ্রেব্রুয়ারিতে সোনারিকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মহারাষ্ট্রের নকশাল অধ্যুষিত কুরখেদা থেকে ওই যুবককে গ্রেফতার করে।

পুলিশ সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, অভিযুক্ত খুবই গরিব পরিবারের ছেলে। কলা বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। সোনারিকাকে তাঁর খুব ভালো লাগত। এই কারণে বিশেষ একটি সফটওয়্যার ব্যবহার করে তিনি সোনারিকার নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করতেন। তথ্যপ্রযুক্তি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



উল্লেখ্য, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিকিনি পরিহিত ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়ে তা সরিয়ে নিয়েছিলেন সোনারিকা। পরে সেই ছবিই ফের পোস্ট করে সমালোচকদের জবাব দিয়েছিলেন তিনি।