কলকাতা: সদ্যই গুলি চলার মতো গুরুতর ঘটনা ঘটেছিল এলভিস যাদব (Elvish Yadav) -এর বাড়িতে। সেই সময়ে অবশ্য বাড়িতে ছিলেন না জনপ্রিয় ইউটিউবার ও 'বিগ বস' জয়ী। সেই কারণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ঘটনার তদন্ত চলছিলই। আজ, এলভিসের বাড়িতে গুলি চলার ঘটনার ৫ পাঁচেকের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তবে জানা যাচ্ছে, এই ঘটনায় ২ জন হামলাকারী থাকলেও, এখনও পর্যন্ত ১ জনকেই গ্রেফতার করা গিয়েছে। আরও জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে হামলাকারী। সেই কারণেই তাকে গ্রেফতার করা সহজ হয়েছে পুলিশের পক্ষে। তবে এখন হামলাকারী চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকালে ফরিদাবাদে হামলাকারী ও পুলিশের মধ্যে গুলি বিনিময় হয় বলে জানা গিয়েছে। এরপরেই হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। 

ঠিক কী ঘটেছিল এলভিস যাদবের বাড়িতে?  রবিবার, ছুটির দিন সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, বাইকে করে ৩ জন এসেছিলেন এলভিস যাদবের বাড়ির সামনে। তাঁরাই ২ ডজন গুলি চালান এলভিস যাদবের বাড়ি লক্ষ করে। সেক্টর ৫৭-এ এলভিস যাদবের বাড়ি। সেই বাড়ি লক্ষ্য করেই গুলি চালান আততায়ীরা। তবে হতাহতের কোনও খবর নেই। কেউ আহত ও হননি। জানা যাচ্ছে, গুলি মাটিতে ও ২ তলার দেওয়ালে লাগে। এই বাড়িরই ৩ ও ৪ তলায় থাকেন বিতর্কিত ইউটিউবার এলভিস যাদব। তবে সেই সময়ে তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন তাঁর পরিবারের বেশ কিছু মানুষ। তবে কারোরই কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বাড়ির দেওয়ালে গুলি লাগে। 

এই ঘটনা সম্পর্কে এলভিস যাদবের বাবা বলেছেন, 'ঘরের মধ্যে আমরা ঘুমাচ্ছিলাম। আততায়ীরা বাইকে করে আসে আর আমাদের বাড়ি লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। বাইকে ৩ জন ছিলেন। ৩ জনের মুখই ছিল মাস্কে ঢাকা। ওদের মধ্যে একজন বাইকেই বসেছিল। বাকি ২ জন বাইক থেকে নামে আর আমাদের বাড়ি লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। ২৫ থেকে ৩০টা গুলি চালানো হয়। তারপরে তারা এই জায়গা ছেড়ে চলে যায়। এই ঘটনার আগে এলভিস কোনও রকমের হুমকি পায়নি। আপাতত নিজের কাজে শহরের বাইরে রয়েছে এলভিস।'

এই ঘটনা ঘটার পরে সন্দেহের তীর ছিল লরেন্স বিষ্ণোইয়ের দলের দিকে। গুলি-কাণ্ডের কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে ‘ভাউ গ্যাং’ নামে এক সংগঠন। ওই সংগঠনের দাবি, ক্রমাগত ‘বেটিং অ্যাপ’-এর প্রচার করেন গুরুগ্রামের বাসিন্দা এলভিস। তার জন্যই তাঁকে শিক্ষা দিতে নাকি গুলিবর্ষণ করা হয় তাঁর বাড়ির সামনে।