কলকাতা: এই ছবি এক স্কুল তৈরির গল্পের। মেয়েদের স্কুল। সেই স্কুল না হলে নাকি মেয়েদের বিয়ে হয়ে যাবে, লক্ষ্যভ্রষ্ট হবে অনেকেই। স্কুলের নাম 'মানবজমিন'। আর সেই 'মানবজমিন' তৈরি করার জন্য লড়াই করে চলেছেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Priyanka Sarkar)। মুক্তি পেল শ্রীজাত (Srijato) পরিচালিত প্রথম ছবি 'মানবজমিন' (Manobjomin)-এর ট্রেলার (Trailer)। রানা সরকার প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ৬ জানুয়ারি।                                                                                           


ছবির গল্পের আঁচ কিছুটা পাওয়া গিয়েছে ট্রেলারে। স্কুল তৈরি করার জন্য লড়াই করছেন প্রিয়ঙ্কা আর পরমব্রত। এক গ্রামের মেয়েদের স্কুল বানানোর চেষ্টা করছেন তাঁরা। ২ বছর ধরে। এই আশায় নাকি মেয়েদের বিয়ে আটকে রেখেছেন গ্রামের অনেকেই। কিন্তু অর্থের অভাবে বন্ধ হয়ে যায় সেই স্কুল তৈরির কাজ। অন্যদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় নাকি স্বর্গের জমি কেনার জন্য টাকা জমাচ্ছেন। এই নিয়ে পরমব্রত ও প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর বচসা। সত্যিই কী পরকাল বলে কিছু রয়েছে? স্বর্গের জমি কেনা যায়? অদ্ভুত এক টানাপোড়েনের গল্প বলবে শ্রীজাতর প্রথম ছবি 'মানবজমিন'। 


আরও পড়ুন: Lagnajita Bidipta: মুমতাজ, লগ্নজিতা, বিদীপ্তারা নিয়ে এলেন বানতলাকাণ্ডের 'ফাইলস'-এর প্রথম ঝলক                                                                                                                          


পরিচালক হিসাবে এটা প্রথম কাজ শ্রীজাতর। এবিপি লাইভকে লেখক এর আগেই বলেছিলেন, 'পড়াশোনা ও আগের কাজের সূত্রে রুপোলি পর্দার জগৎটা কিছুটা হলেও আমার চেনা। তবে দিন দিন প্রযুক্তি বদলাচ্ছে, আরও উন্নতি হচ্ছে। তবে একজন পরিচালকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি নিয়ে নিজের মনে স্পষ্ট একটা ধারণা থাকা। আমি কী চাইছি সেটা যদি আমার মনে স্পষ্ট ধারণা থাকে তাহলে আমি দর্শকের সামনে সেটা সঠিকভাবে তুলে ধরতে পারব।' 'মানবজমিন' -এর শ্যুটিং-এর সিংহভাগই হচ্ছে কলকাতায়। 'মানবজমিন' নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। এবিপি লাইভকে তিনি বলেন, 'আমার যে ক'টা ছবির কাজ চলছে প্রত্যেকটাই একটা আরেকটার থেকে ভীষণ আলাদা। দর্শকদের সামনে নতুন আর আকষর্ণীয় বিষয় না তুলে ধরতে পারলে তাঁরা হলমুখী হবেন কেন?'