কলকাতা: জীবন যুদ্ধে আরও এক বছর এগিয়ে গেলেন অভিনেত্রী মানালি দে (Manali Dey)। তবে বাঙালির ঘরে ঘরে তিনি সর্বপ্রথম মৌরি নামেই বেশি পরিচিতি লাভ করেন। আজ তাঁর জন্মদিন। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অভিনেত্রীর জন্য শুভেচ্ছার বন্যা। নজর কাড়ল তাঁর বর পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের (Abhimanyu Mukherjee) পোস্ট। 


স্ত্রীয়ের জন্য...


এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি মিষ্টি ছবি পোস্ট করেন অভিমন্যু। সম্ভবত ঠাকুর বরণ ও সিঁদুর খেলার সময়ে তোলা ছবি। লাল সাদা শাড়ি পরে মানালি, গালে সিঁদুর, হাতে বরণ ডালা। অন্যদিকে নীল পাঞ্জাবী পরে অভিমন্যু। ভালবাসার মানুষের গালে আলগোছে সিঁদুর দিচ্ছেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করে অভিমন্যু লিখলেন, 'জন্মদিনে কি আর দেব তোমায় উপহার?? 
শুভ জন্মদিন। ভালো থাকিস, সর্বোপরি, ভালো রাখিস। বাকি কথা মুখোমুখি।' (অপরিবর্তিত)


 



সেই ছবিতে অনুরাগীদের পাশাপাশি মানালিকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রিরও অনেকেই।


অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রিয় বন্ধু মানালিকে শুভেচ্ছা জানালেন অনিন্দিতা রায় চৌধুরীও। নিজেদের ছবি পোস্ট করে লিখলেন, 'চা বিস্কুট অভি দা পিকনিক গার্ডেন Lansdown আর আমরা....সবাইকে নিয়ে ভালো থাক ভাই।' (অপরিবর্তিত)


 






জনপ্রিয়তা এনে দিয়েছিল ছোটপর্দাই। দর্শকের কাছে প্রথম পরিচিত হয়েছিলেন 'মৌরি' নামে। ধারাবাহিক পেরিয়ে পায়ে পায়ে রুপোলি পর্দায় প্রবেশ করছেন, মনও জিতেছেন। বছর খানেক আগে ছোটপর্দায় ফিরেছে মানালি-ম্যাজিক। স্টার জলসার ধারাবাহিক 'ধুলোকণা'-তে ইন্দ্রাশিস রায়ের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন মানালি দে।