মুম্বই: ছোট পর্দার নামী অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে বলিউডে আসছেন। কঙ্গনা রানাওয়াতের মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি ছবিতে ঝলকারি বাঈয়ের ভূমিকায় রয়েছেন তিনি।
বছরদুয়েক ধরেই অঙ্কিতার বলিউডে অভিষেকের কথা শোনা যাচ্ছিল কিন্তু পাকাপাকি কিছু হয়নি। কিন্তু এবার অঙ্কিতা নিজে জানিয়েছেন, মণিকর্ণিকায় দেখা যাবে তাঁকে।
ছবিতে সিপাহি বিদ্রোহের নায়িকা ঝাঁসির রানি লক্ষ্মী বাঈয়ের ভূমিকায় কঙ্গনা। ঝলকারি বাঈ ছিলেন লক্ষ্মী বাঈয়ের সেনার এক যোদ্ধা।
অঙ্কিতা জানিয়েছেন, ঝলকারি বাঈয়ের ব্যাপারে তিনি কিছুই জানতেন না, কখনও তাঁর নাম শোনেননি। কিন্তু ঝলকারি দেশকে গর্বিত করা এক চরিত্র। তাঁর ভূমিকায় নির্বাচিত হয়ে তিনি গৌরব বোধ করছেন।
অগাস্টে শ্যুটিং শুরু করবেন তিনি।
এপ্রিলে বারাণসীতে প্রকাশ করা হয়েছে মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসির পোস্টার। সে সময় গঙ্গায় স্নান করেন কঙ্গনা।
মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি দিয়ে বলিউডে পা রাখছেন অঙ্কিতা লোখন্ডে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jul 2017 01:23 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -