মুম্বই: তামিল ছবি ভিআইপি টু-তে কাজলের চরিত্র নাকি আসলে ভাবা হয়েছিল সুপারস্টার রজনীকান্তের জন্য। পরে আশ্চর্যভাবে তা মহিলা চরিত্র করা হয়, আনা হয় বলিউডের সবথেকে সাহসী অভিনেত্রী কাজলকে।

ছবির নায়ক রজনীকান্তের ছোট মেয়ে ঐশ্বর্যার স্বামী ধনুষ। জানা গিয়েছে, রজনীর বড় মেয়ে, পরিচালক সৌন্দর্য ভগ্নিপতির উল্টোদিকে ভিলেন চরিত্রে বাবাকেই চেয়েছিলেন প্রথমে। তাঁর কথা ভেবে চরিত্রও লেখা হয়।

কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রজনী-ধনুষের ব্যক্তিগত সম্পর্ক। শ্বশুর-জামাই নাকি মোটেই বনে না। ফলে কেউই কারও সঙ্গে এমনকী পর্দাতেও স্ক্রিন শেয়ার করতে রাজি নন। পরিস্থিতি প্রতিকূল বুঝে সৌন্দর্য ভিলেনের চরিত্রটিকে পুরোপুরি বদলে ফেলেন। রজনীর জায়গায় আনা হয় ছবির একমাত্র সর্বভারতীয় শিল্পী কাজলকে।

ধনুষ অবশ্য এর আগে হিন্দি ছবি রঞ্ঝনায় কাজ করেছেন কিন্তু তামিল ছবির বাইরে এখনও তাঁর তেমন পরিচিতি তৈরি হয়নি।

তামিল ও তেলেগুর পাশাপাশি ছবিটি হিন্দি ভার্সনেও ছবিটি বার হবে।