বেশ কিছু অসাধারণ সিনেমার পরিচালক মণিরত্নম। তাঁর সিনেমায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন প্রথমসারির তারকারাো। অজয় দেবগন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য, শাহরুখ খান, মণীষা কৈরালা, অদিতি রাও হায়দরি, আর মাধবনের মতো তারকারা মণিরত্নমের সঙ্গে কাজ করেছেন।
মণিরত্নমের আসল নাম গোপাল রত্নম সুব্রহ্মন্যম আয়ার। তাঁর ডাকনাম মণি। সিনেমা জগতে ডাকনামেই পরিচিত হয়ে উঠেছেন তিনি।
একটি কন্নড় সিনেমার মাধ্যমে কেরিয়ারের শুরু তামিলভাষী মণিরত্নমের। সেই সিনেমার নাম ছিল পল্লবী অনুপল্লবী। এই সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কপূর। ওই সময় বলিউড সিনেমায় কাজ ছিল না অনিলের হাতে। সেজন্য দক্ষিণী সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছিলেন তিনি।
মণিরত্নম যখন রোজা সিনেমার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন স্টুডিওতে এক তরুণকে পিয়ানোতে সুর তুলতে শুনেছিলেন। আর তা শুনে ওই যুবকের কাছে গিয়ে তিনি বলেন, তুমি কে আমি জানি না। কিন্তু আমার পরবর্তী সিনেমার সুরকার তুমিই হবে। ওই যুবকই এ আর রহমান। আর রোজা সিনেমায় সুর করার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি রহমানকে। মণিরত্নমের সমস্ত সিনেমায় সুরকারের দায়িত্ব থাকেন এ আর রহমান।
মণিরত্নমের পরিবার সিনেমার সঙ্গে যুক্ত। তাঁর বাবা-কাকা সিনেমার ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কাজ করতেন। মণিরত্নম এমবিএ করার পর চাকরির পরিবর্তে সিনেমার পরিচালনা করারই সিদ্ধান্ত নেন।
এই বিশিষ্ট পরিচালকের স্ত্রী সুহাসিনী জনপ্রিয় অভিনেতা কমল হাসনের তুতো বোন। মণিরত্নম তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সুহাসিনী সমস্ত প্রস্তাবও ফিরিয়ে দেন। এরপর মণিরত্নমের বিয়ের প্রস্তাবে সুহাসিনী রাজি হয়ে যান।
মণিরত্নমের বিখ্যাত সিনেমা নায়কন-এ কমল হাসন নায়কের ভূমিকায় অভিনয় করেন।