নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারীর মধ্যে লকডাউন অমান্য করে হরিয়ানার সোনিপতে ক্রিকেট খেলে বিতর্কে জড়ানো মনোজ তেওয়ারিকে দিল্লি শাখার সভাপতি থেকে সরাল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা আজ তাঁর জায়গায় বসিয়েছেন নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) মেয়র আদেশ কুমার গুপ্তাকে। তাঁর নিয়োগ ঘোষণা করে জারি করা চিঠিতে সই করেছেন বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিংহ।
অরবিন্দ কেজরিবাল সরকার দিল্লিতে করোনাভাইরাস উদ্ভূত পরিস্থতি সামলাতে ব্যর্থ বলে অভিযোগ তুলে গতকাল রাজঘাটে লকডাউন ভেঙে জমায়েত করে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আটক হন মনোজ। পরদিনই তাঁকে সভাপতি পদ থেকে সরানো হল।
তিনি উত্তরপূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ।



মনোজ ক্রিকেট খেলে বিতর্কে জড়ানোর পর ক্ষমতাসীন আমআদমি পার্টি (আপ) বিজেপিকে নিশানা করে একজন জনপ্রতিনিধি কী করে এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারেন, সেই প্রশ্ন তোলে। আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ বলেন, প্রতিদিন হাজার হাজার গরিব পরিযায়ী শ্রমিক ভারতের রাস্তায় রাস্তায় হাঁটছে, তাদের অনেকে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পর্যন্ত, তখন এমন মানবিক সঙ্কট উপেক্ষা করে কী করে এক জনপ্রতিনিধি ক্রিকেট খেলতে আরেক রাজ্যে চলে গেলেন? এতটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারলেন?
যদিও এই ইস্যুতেই মনোজের পদ গেল কিনা, জানা যায়নি।

এছাড়া ছত্তিশগড় ও মণিপুরে দলীয় সভাপতি পদেও যথাক্রমে বিষ্ণু দেও সাই ও এস টিকেন্দ্র সিংহকে নিয়োগ করেছে বিজেপি।