তবে যাঁরা সাহায্য করতে পারছিলেন না, তাঁদের অহেতুক নন্দনকে ফোন করে বিরক্ত করতেও বারণ করেন সুহাসিনী। আপাতত তাঁর ছেলে নিরাপদে হোটেলে পৌঁছে গেছেন বলেও টুইটে জানান পরিচালকের স্ত্রী।
মা-বাবার মতো সিনেমার প্রতি কোনও আগ্রহ নেই নন্দনের। তিনি এইমুহূর্তে দর্শন এবং খ্রিষ্টান এথিকস নিয়ে পড়াশোনা করছেন। নন্দনের ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা আছে, এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন পরিচালকের স্ত্রী।