পটনা: বিজেপি-জেডিইউ জুটির সামনে শক্তি প্রদর্শনে মরিয়া লালুপ্রসাদ যাদব সম্ভবত একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েছিলেন। তাই তাঁর গতকালের বিজেপি ভাগাও, দেশ বাঁচাও জনসভার যে ছবি তিনি পোস্ট করেন, টুইটার বলছে, তা জাল।


লালুর ছবিতে পটনার গাঁধী ময়দানকে দেখা যাচ্ছে কানায় কানায় ভরা। সঙ্গে তিনি লিখেছেন, তাঁর এলাকায় তাঁর মুখোমুখি দাঁড়ানোর মত বুকের পাটা কারও নেই।



লালুর ছেলে তেজস্বী আবার দাবি করেন, তাঁদের সভায় ৩০ লাখ লোক হয়েছে।



কিন্তু খানিকপরেই সংবাদ সংস্থা এএনআই যে ছবিটি টুইট করে, তাতে দেখা যাচ্ছে, ভিড় বেশ কম। শুধু তাই নয়, এএনআইয়ের ছবিতে দেখা যাচ্ছে, মাঠের মাঝখানে একসারি গাছ রয়েছে। লালুর ছবিতে তা অনুপস্থিত।



ওমর আবদুল্লা রিটুইট করেন এএনআইয়ের ছবিটি।



এরপরেই টুইটারে হইচই পড়ে যায়। বিহারের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ টুইট করে বলেন, লালুর সভা মহাকাশ থেকেও দেখা গিয়েছে।



দেখুন বাকি টুইটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া