নয়াদিল্লি: বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে সানি দেওল (Sunny Deol) অভিনীত 'গদর ২' (Gadar 2)। এই ছবির অন্যতম অভিনেতা মণীশ ওয়াধওয়া (Manish Wadhwa)। সম্প্রতি সানি দেওলকে প্রশংসায় ভরিয়েছেন মণীশ। কিন্তু কে এই মণীশ ওয়াধওয়া? চেনেন তাঁকে?


মণীশ ওয়াধয়া কে?


১৯৭২ সালের ২৩ এপ্রিল হরিয়ানার অম্বালায় জন্মগ্রহণ করেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা ও ভয়েস অ্যাক্টর মণীশ ওয়াধওয়া। স্থানীয় 'শিশু নিকেতন স্কুল'-এর পড়াশোনা করেন তিনি। ১৯৮৩ সালে পরিবারের সঙ্গে মুম্বই পাড়ি দেন মণীশ। প্রহ্লাদরাই ডালমিয়া লায়ন্স কলেজ, মুম্বইয়ে বি.কম পড়েন তিনি। ছোট থেকেই অভিনয় জগতে আসতে চেয়েছিলেন তিনি। তাঁর বাবা মা সম্পর্কে বিশেষ খবর প্রকাশ্যে আসেনি কখনও তবে তাঁর এক দিদি ও এক ভাই আছে। তাঁর স্ত্রীয়ের নাম প্রিয়ঙ্কা ওয়াধওয়া।


'চন্দ্রগুপ্ত মৌর্য্য' ধারাবাহিকে চাণক্যের চরিত্র, 'পরমাবতার শ্রীকৃষ্ণ' ধারাবাহিকে কংসের চরিত্র তাঁকে ছোটপর্দার জনপ্রিয়তা এনে দেয়। 'হিরো - গায়েব মোড অন'-এ অমল নন্দের চরিত্রে দেখা যায় তাঁকে। 'গদর ২' ছবিতে মেজর জেনারেল হামিদ ইকবালের চরিত্রে অভিনয় করেন। 


মুম্বইয়ের নাটকে কমেডি শো 'খট্টা মিঠা'র হাত ধরে অভিনয় শুরু করেন মণীশ। এছাড়া একাধিক কমার্শিয়াল ও হিন্দিতে ডাব করা ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ভারতীয় অভিনেতা ও ভয়েস আর্টিস্টদের অ্যাসোসিয়েশন গ্রুপ 'এভিএ উন্ডিয়া'র সদস্য তিনি। 'মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স'-এর হিন্দি সংস্করণে বাকি বার্নস ওরফে উইন্টার সোলজারের হয়ে সেবাস্টিয়ান স্ট্যানের ঠোঁটে নিজের কণ্ঠ দেওয়ার জন্য বিখ্যাত তিনি। এছাড়া জনপ্রিয় হলিউড ছবি 'চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি', 'দ্য ক্রনিকলস অফ নার্নিয়া', 'প্রিডেটরস', 'ইনফার্নো', 'দ্য টোয়াইলাইট সাগা'র মতো অজস্র ছবির হিন্দি ডাবিংয়ের গলা দিয়েছেন মণীশ। 


সানি দেওলের প্রশংসায় মণীশ 


সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি দেওলের প্রশংসা শোনা যায় মণীশ ওয়াধওয়ার কণ্ঠে। 'গদর ২' ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। ক্লাইম্যাক্স দৃশ্যে দেখানো হয় যে তারা সিংহ পিছন থেকে হামিদের মাথা গলা চেপে ধরেছেন, গলা টিপে দিচ্ছে মোদ্দা কথায়। মণীশ বলেন, 'ওই নির্দিষ্ট দৃশ্যে, যে পরিচালক কাট বলেন, সানি আমার কাছে আসেন, আমার কলার ঠিক করে দিয়ে জিজ্ঞেস করেন, 'লাগেনি তো?' এবং আমি বলি, 'না না ভাই, লাগেনি'। তিনি এভাবেই সকলের খেয়াল রাখেন, যাতে কোনওভাবে কারও কোনও আঘাত না লাগে। উনি দুর্দান্ত।'


আরও পড়ুন: Salman Khan: মুণ্ডিত মস্তকে রেস্তোরাঁয় পৌঁছলেন সলমন খান, কোনও ছবির নতুন লুক? অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে


আপাতত বক্স অফিস কাঁপাচ্ছে 'গদর ২'। ভারতের মাটিতেই এই ছবি ৩৭৫.১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। উপরন্তু, দ্বিতীয় সপ্তাহান্তের হিসেবে সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তকমা পেল 'গদর ২'। দ্বিতীয় শুক্রবারে এই ছবি ২০.৫০ কোটি টাকা আয় করেছে, দ্বিতীয় শনিবার ছবির আয় ৩১.০৭ কোটি টাকা, আর দ্বিতীয় রবিবার ৩৮.৯০ কোটি টাকা আয় করেছে ছবিটি। দ্বিতীয় উইকেন্ডে ঐতিহাসিক আয় 'গদর ২' ছবির। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial