টুইটারে মনীষা সেখানকার অবস্থার কথা লিখে দুঃখপ্রকাশ করেছেন। অভিনেত্রীর মন ভারাক্রান্ত আজকের নেপালকে দেখে। বছর খানেক আগে ভূমিকম্পে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় এই দেশ। এবার বন্যার থাবা। ইউএনএফপিএ-র দলের সঙ্গে উদ্ধারকাজে সাহায্য করতে নেপাল উড়ে গেছেন মনীষা।
২০১৫ সালে ভূমিকম্পে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছিল, জখম হয়েছিলেন ১৪ হাজার ১২৩ জন। এদিকে অগাস্ট ১৮ বন্যা ও ধসে এপর্যন্ত নেপালে ১২০ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জন নিখোঁজ। বৃষ্টিতে ছ লক্ষ মানুষের জীবন বিপর্যস্ত।