কলকাতা: বন্ধুর ছবিতে কাজ.. গল্পেই গল্পেই সুযোগ। সদ্য মুক্তি পেয়েছে শ্রীজাত পরিচালিত মানবজমিন (Manob Jomin)। আর সেই ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। দুঁদে পরিচালক যখন কাজ করছেন নতুন পরিচালকের কাছে, সেই অভিজ্ঞতা কেমন ছিল? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই গল্প ভাগ করে নিলেন সৃজিত।                     


পরিচালকের হিসেবে সৃজিতের অভিজ্ঞতার ঝুলি শ্রীজাতর (Srijato) থেকে অনেকটাই ভারি। বন্ধু হিসেবে কবিকে কী কী পরামর্শ দিয়েছিলেন পরিচালক? সৃজিত বলছেন, 'শ্রীজাত খুুব সহজে ভেঙে পড়ে। আমি ওকে বোঝাতাম, একটা ছবি তৈরি করা সন্তান প্রসব করার মতো। যথেষ্ট কষ্ট করতে হয়। এমন অনেক ঘটনা রয়েছে। আমি ওকে পরামর্শ দিতাম শক্ত থাকার।'                                                     


আর শ্রীজাত? কালো পাঞ্জাবি আর খাদির জ্যাকেটে সসব্যস্ত নতুন পরিচালক। সবার সঙ্গে কথা বলছেন এগিয়ে এসে, হাসছেন, মাথা নুইয়ে গ্রহণ করছেন শুভেচ্ছাবার্তা। নতুন বছরে নতুন জন্ম পরিচালক শ্রীজাতর। আর সেই সাক্ষী হতেই প্রিমিয়ারে হাজির ছিলেন তাঁর স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছোটবেলার বন্ধুরা, মা, স্ত্রী দূর্বা ও প্রিয়জনেরা।                                                             


এবিপি লাইভের সঙ্গে পরিচালক হিসেবে জীবনের প্রথম প্রিমিয়ারের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে উচ্ছ্বসিত শ্রীজাত। বললেন, ' আমায় ছোট থেকে যাঁরা পড়িয়েছেন, তাঁরা এত উৎসাহ নিয়ে আমার ছবি দেখতে এসেছেন, এটা আমার কাছে বিশাল বড় পাওনা। আমার ছোটবেলার বন্ধুরা, পাড়ার বন্ধুরাও এসেছেন। এর থেকে ভাল আর কিছু হয় না।'                                                       


দর্শকের কাছে পরিচালক শ্রীজাত কী কবি শ্রীজাতর মতোই সহজ সরল থাকবেন? শ্রীজাত বলছেন, 'যাঁরা দেখেছেন, তাঁরা বলেছেন ছবিটা ভীষণ সহজ সরল। এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। আমরা চাই দর্শকদের কাছে এই বার্তাই পৌঁছে দিতে যে আমরা একটা সহজ সরল ছবি বানিয়েছি।'


দাঁড়িপাল্লার একদিকে পরিচালক শ্রীজাত, অন্যদিকে লেখক, কোন দিনটা বেশি ভারি? অমায়িক হেসে শ্রীজাতর উত্তর, 'সেটা পাঠক আর দর্শক বিচার করবেন। তাঁদের ওপরেই ছেড়েছি সেটা।'