আর ঠিক সে সময় তাঁর সামনে ঘটে দুর্ঘটনা। মনোজ ধীরে ধীরেই গাড়ি চালাচ্ছিলেন কারণ বৃষ্টিতে পিছল রাস্তায় দুর্ঘটনা ঘটা স্বাভাবিক। তাঁর গাড়ির সামনে যাচ্ছিলেন মোটর বাইকে চড়া এক দম্পতি। তাঁদের বাইক দ্রুত চলছিল, পথে আচমকা বাইকের চাকা পিছলে যায় আর তাঁরা ছিটকে এসে পড়েন মনোজের গাড়ির সামনে।
এক মুহূর্ত দেরি হলে প্রাণ সংশয় হত ওই দম্পতির। কিন্তু মনোজ সঙ্গে সঙ্গে গাড়ির এমার্জেন্সি ব্রেক কষেন। এড়ানো যায় বড়সড় দুর্ঘটনা, স্থানীয় মানুষ অ্যাম্বুলেন্স ডেকে ওই স্বামী স্ত্রীকে হাসপাতালে পাঠান।
মনোজ জানিয়েছেন, চালক না থাকায় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন সেদিন। তিনি সম্পূর্ণ সুস্থ, দুর্ঘটনা এড়াতে পারায় খুশি। বৃষ্টির মরসুমে সাবধানে গাড়ি চালানোর জন্য তিনি মুম্বইবাসীকে আহ্বান করেছেন।