মুম্বই: বৃহস্পতিবার কানপুরে ৮ পুলিশ খুনের ঘটনায় অভিযুক্ত বিকাশ দুবেকে উজ্জ্বয়িনীর মন্দির থেকে গ্রেফতার করা হয়। পরদিনই কানপুরে আসার পথে 'দুর্ঘটনা', এনকাউন্টারে মৃত্যু হয় ডনের। দুর্ঘটনায় আহত হন ৬ পুলিশকর্মীও।



এহেন এনকাউন্টারের সঙ্গে বলিউডি চিত্রনাট্যের মিল পাচ্ছেন অনেকেই। এমন কথাও শোনা যাচ্ছে, বিকাশের বায়োপিকে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। কিন্তু সেই কথা একেবারেই উড়িয়ে দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় করলেন পোস্ট।


সম্প্রতি এক বিনোদনমূলক খবরের ওয়েবসাইট দাবি করে, মনোজ বিকাশ দুবের বায়োপিকে কাজ করতে চলেছেন। সেই খবরটিকেই রিট্যুইট করে তিনি লেখেন 'ভুল খবর'!


মনোজ অনুরাগীরাও হতবাক এমন তুলনায়!



গ্রেফতারের পরদিনই এনকাউন্টারে মৃত্যু হয় কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের। পুলিশের দাবি, দুর্ঘটনায় গাড়ি উল্টে যাওয়ার পর, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালায় বিকাশ। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও। কিন্তু, তাহলে শরীরের ওপরের অংশে কেন গুলি? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।



'সত্য', 'শূল'-এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গেছে মনোজ বাজপেয়ীকে। অন্ধকারজগতের কার্যকলাপের কাহিনি-নির্ভর এই ছবিগুলি যথেষ্ট জনপ্রিয়ও হয়। মনোজ বাজপেয়ীকে শেষ দেখা গিয়েছিল সোনি লাইভের 'ভোঁসলে'তে। এই ছবিতে তাঁকে এক পুলিশ কনস্টেবলের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সেখানে অন্য জায়গা থেকে মুম্বইতে আসা মানুষদের স্থানীয় রাজনীতিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করতে দেখা যায় মনোজ অভিনীত চরিত্রটিকে।