কলকাতা: সঙ্গীত সফরে কলকাতা সবসময়েই কিছু না কিছু নতুন প্রদান করার চেষ্টা করে। একের পর এক নতুন উদ্যোগ কলকাতার সঙ্গীত জগতের উদ্দীপনা সজাগ রাখে সবসময়েই। তেমনই এক উদ্যোগ 'ইউএমআর' (UMR)।
'ইউএমআর' আদতে কী?
জনপ্রিয় তিন সঙ্গীতশিল্পী উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় (Ujjaini Mukherjee), মনোময় ভট্টাচার্য (Manomay Bhattacharyya) ও রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi), একসঙ্গে নতুন একটি মিউজিত ব্যান্ড তৈরি করলেন। তিন তারকা সঙ্গীতশিল্পীর নামের আদ্যক্ষর দিয়েই তৈরি ব্যান্ডের নাম 'ইউএমআর'।
এদিন শহরে ব্যান্ডের লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন ঊষা ঊত্থুপ। একইসঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক জয় সরকারও। 'ইউএমআর' ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও 'যব বরসে সোনা'র উদ্বোধন হল এদিন।
কী বলছেন তিন সঙ্গীতশিল্পী?
জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচীর কথায়, 'ইউএমআর এখন হিন্দিতে নতুন গান তৈরি করবে। আমি খুব আশাবাদী যে শ্রোতারা আমাদের নতুন উদ্যোগ উপভোগ করবেন। আমাদের পরিকল্পনা আছে শুধুমাত্র হিন্দি ভাষায় পারফর্ম করার - ফিল্ম, নন-ফিল্ম এবং অরিজিনাল এবং আমাদের লাইভ অনুষ্ঠান এবং আসল কম্পোজিশনের মাধ্যমে প্যান ইন্ডিয়ার দর্শকদের কাছে পৌঁছানোর।'
মনোময় ভট্টাচার্য বলেন, 'কলকাতা সংস্কৃতির কেন্দ্রস্থল। শহরটি সর্বদা নতুন ধারণাকে স্বাগত জানিয়েছে। আমরা তিনজনই বিভিন্ন মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং এখন এক ছাতার নিচে এসে আমরা সঙ্গীতের একটি অনন্য ধারা অন্বেষণ করতে যাচ্ছি।'
আরও পড়ুন: Rittika Sen Dance: 'টাপা টিনি' গানে কার সঙ্গে পা মেলালেন ঋত্বিকা সেন?
কী বলছেন উজ্জ্বয়িনী? তাঁর মতে, 'ইউএমআর হল আমাদের উদ্যোগ যা হিন্দি গানের উপর ফোকাস করবে। আমাদের শ্রোতাদের জন্য ভিন্ন কিছু উপস্থাপন করার তাগিদ থেকে এই ব্যান্ড গঠিত হয়। শ্রোতাদের কাছে অন্যরকম কিছু পৌঁছে দেওয়ার জন্য তিন ভিন্ন সঙ্গীত মানসিকতার একটি সঙ্গম হয়েছে।'
'যব বরসে সোনা' গানটি কম্পোজ করেছেন রূপঙ্কর। লিখেছেন উজ্জ্বয়িনী এবং গেয়েছেন তিনজনেই।