কলকাতা: প্রথম ছবিতেই বাজিমাৎ করেছেন তিনি। এতদিন ধরে যাঁকে দর্শক দেখে এসেছেন বড়পর্দায় ও ছোটপর্দায়, অভিনেত্রী হিসেবে.. তিনিই এখন পরিচালকের আসনে। শুধু তাই নয়, প্রথম ছবিতেই একেবারে বাজিমাৎ করেছেন তিনি। চলতি বছরে ব্যবসা করা সেরা ৩টি ছবির মধ্যে রয়েছে তাঁর ছবি, 'এটা আমাদের গল্প' (Ata Amader Golpo)। আর ইতিমধ্যেই নিজের দ্বিতীয় ছবির ঘোষণা করা ফেলেছেন মানসী সিংহ (Manoshi Sinha)। ধাগা প্রোডাকশনের ব্য়ানারে সদ্য ঘোষণা করা হয়েছে একগুচ্ছ ছবির। আর রবিবার, এই ছবিগুলির জন্যই অডিশন নেওয়ার কাজ চলছিল স্টুডিওপাড়ায়। সেখানেই ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড।
কী সেটি? ছুটির দিন মানসীর ছবির অডিশন দিতে সাধারণ মানুষদের ঢল নেমেছিল স্টুডিওপাড়ায়। মুখ্যচরিত্র না হলেও, স্বল্পদৈর্ঘ্যের চরিত্রের জন্য এল লম্বা অডিশনের লাইন সাধারণত দেখাই যায় না। ভিড় এতটাই যে ছুটির দিনেও সরগরম টলিপাড়া। সকাল ১১টা থেকে শুরু হয়েছিল অডিশন। আর সেই অডিশন চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত! উচ্ছ্বসিত হতে, জনসাধারণের উদ্দেশে কী লিখলেন পরিচালক মানসী?
সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করে মানসী লেখেন, 'ধাগা প্রোডাকশনের ব্যানারে যে অডিশনটি রবিবার হয়েছিল, সেটি শুরু হবার কথা ছিল, বেলা ১১টায়। ঠিক ১১টাতেই আমি শুরু করি, কিন্তু শেষ হয় রাত্রি ১১:৩৫ মিনিটে। আমরা ভাবতেও পারিনি, এত মানুষ আসবে কাজ করার আগ্রহ নিয়ে। আপনাদের এত ভালবাসা আমাদের আপ্লুত করেছে। আমরা আপ্রাণ চেষ্টা করব, এই গরমে এত কষ্ট করে আপনারা এতক্ষণ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অডিশনটা দিলেন, তার মান রাখার। এইটুকু কথা দিতে পারি, অন্তত ধাগা প্রোডাকশন এর ব্যানারে যে কটি কাজ হবে, সব কটি কাজেই আপনাদের মধ্যে থেকে যাদের আমরা বেছে নিয়েছি, অনেকেই ভীষণ ভাল কাজ করেছেন, তাদেরকে নিয়ে কাজ করব। শুধু একটু ধৈর্য ধরুন। খুব শীঘ্রই নিজেদের বা নিজের বন্ধু বান্ধবদের ধাগা প্রোডাকশন এর বিভিন্ন কাজে দেখতে পাবেন। এবং বিশ্বাস রাখবেন সব জায়গায় অনৈতিকভাবে কাজ হয় না । ধন্যবাদ'
যেখানে অনেক জায়গাতেই অভিযোগ করা হয় টলিপাড়ায় একচোখামির বা সুবিধা পাইয়ে দেওয়ার.. সেখানে মানসীর এই পোস্ট যেন এক ঝলক ঠাণ্ডা বাতাস। মানসী তাঁর পোস্টের শেষ লাইনে যেন আশার বাণী দিয়ে বললেন, টলিউডে সৎপথেও কাজ পাওয়া যায়'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।