নয়াদিল্লি: ‘বিয়ে তো করব, তবে কবে তা জানি না’। একথা বলেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। তিনি বললেন, যে কোনও মেয়ের মতো তিনিও বিয়ে করতে চান। কিন্তু এজন্য খুব একটা তাড়াহুড়ো নেই তাঁর।
২৮ বছরের অভিনেত্রীর কেরিয়ারে সোনালি মূহূর্ত চলছে। তাই এখনও তিনি গাঁটছড়া বাঁধার কথা ভাবছেন না।
একটি অনুষ্ঠানে অনুষ্কা বলেছেন, ‘হ্যাঁ, বিয়ে করব। কিন্তু জানি না, কখন। এ ব্যাপারে আমি এখনও ভাবনাচিন্তা করিনি। আমি জীবনে সবকিছু খুব স্বাভাবিকভাবে করে এসেছি। জীবনে বিয়েটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু জানি না, তা কবে হবে’।
‘সুলতান’-এর অভিনেত্রী মনে করেন, বিয়ে হয়ে যাওয়ার পরও এখন বলিউডে অভিনেত্রীরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তিনি বলেছেন, এখন অনেক কিছু বদলে গিয়েছে। বিয়ে বা সন্তান হওয়ার পরও একইভাবে কাজ করে যেতে পারছেন অভিনেত্রীরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের কাছে এটা খুবই সুসময়। বিয়ের পর তিনিও স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অনুষ্কা।
বলিউডে বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। এ নিয়ে চিন্তিত নন অনুষ্কা। তিনি বলেছেন, সারা দেশেই বিবাহবিচ্ছেদের হার বাড়ছে। মহিলারা এখন অনেক বেশি আত্মনির্ভরশীল। এজন্যই সম্ভবত বিচ্ছেদের হার বাড়ছে।
অনুষ্কা বলেছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে বাড়তি যত্ন নিতে হবে। বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
বিয়ে করব, তবে কবে জানি না, তাড়াহুড়ো নেই: অনুষ্কা
ABP Ananda, web desk
Updated at:
07 Dec 2016 03:27 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -