মুম্বই: ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা এবং অভিনেতা সত্যদীপ মিশ্রর (Satyadeep Misra) কোল আলো করে এল তাদের প্রথম কন্যা সন্তান। ইনস্টাগ্রামে অনুরাগীদের উদ্দেশ্যে এই খুশির খবর (Masaba Gupta) ভাগ করে নিয়েছেন দুজনেই। দশহরার দিন এক পুণ্যলগ্নে তাদের ঘরে কন্যার জন্ম হল, এমনকী তারা ইনস্টাগ্রামে তাদের কন্যার মিষ্টি দুটি পায়ের ছবিও ভাগ করে নিয়েছেন। আর তার সঙ্গেই রয়েছে খুশির উদযাপনের ঘোষণা। প্রথমবার মা হলেন মাসাবা।


মাসাবা ও সত্যদীপের কোলে এল কন্যা সন্তান


মাসাবা ও সত্যদীপ জানিয়েছেন যে ১১ অক্টোবর অর্থাৎ গতকাল শুক্রবার তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে। ইনস্টাগ্রাম পোস্টে একটি কার্ড শেয়ার করেছেন দুজনেই যেখানে শুধু একটি 'ইভিল আই' ইমোজির সঙ্গে কন্যার জন্মতারিখ হিসেবে লেখা আছে ১১. ১০. ২০২৪। তারা তাদের কন্যার একটি খুব সুন্দর পায়ের ছবি সাদা-কালোয় পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। কার্ডে দেখা যাচ্ছে একটি ছোট্ট সাদা পদ্ম ও নীল ব্যাকগ্রাউন্ডের উপর উজ্জ্বল চাঁদের ছবি। কার্ডে ক্যাপশনে তারা লেখেন, 'একটি বিশেষ দিনে আমাদের ঘরে এল আমাদের ছোট্ট কন্যা'।



খুশির খবরে শুভেচ্ছার বন্যা সমাজমাধ্যমে


ইনস্টাগ্রামে এই পোস্ট দিতেই অনুরাগী ও নেটিজেনদের শুভেচ্ছা আসতে লাগল পরপর। বিপাশা বসু শুভেচ্ছা জানিয়েছেন মাসাবাকে। অভিনেত্রী প্রিয়ামনিও তাঁকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন। সমীরা রেড্ডি লেখেন, 'প্রাচুর্য এবং একইসঙ্গে আশীর্বাদ'। মাসাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর লেখেন, 'আমি খুবই উত্তেজিত এবং আনন্দিত'। সদ্যোজাতকে শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, লিখেছেন, 'আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগত'। শিল্পা শেট্টিও শুভেচ্ছাবার্তা দিয়েছেন মাসাবা গুপ্তাকে। একইসঙ্গে রিচা চাড্ডা, মৌনি রায়, স্মৃতি ইরানি, এষা দেওল, রেহা কপূর ও অন্যান্য আরও বহু তারকা অভিনেত্রীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মাসাবার সমাজমাধ্যম। অগাস্ট মাসেই মুম্বইতে থাকাকালীন বেবি শাওয়ারের ছবি পোস্ট করেছিলেন মাসাবা গুপ্তা।


মাসাবা ও সত্যদীপের সম্পর্ক


২০২৩ সালের জানুয়ারি মাসে একেবারে গোপনেই গাঁটছড়া বাঁধেন মাসাবা গুপ্তা ও সত্যদীপ মিশ্র। সেই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের মানুষজন, এমনকী সেখানে দেখা গিয়েছিল নীনা গুপ্তা ও ভিভ রিচার্ডসকে। এর আগে এই বছর এপ্রিল মাসে এই দম্পতি জানান যে মা হতে চলেছেন মাসাবা গুপ্তা, আর এই খবরে নীনা গুপ্তা উচ্ছ্বসিত হয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'আমাদের মেয়ের কোলে সন্তান আসতে চলেছে। এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে !'। সত্যদীপের সঙ্গে বিবাহের আগে মধু মান্টেনার সঙ্গে বিবাহ হয়েছিল মাসাবার। অন্যদিকে এর আগে সত্যদীপ মিশ্রও অদিতি রাও হায়দারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।


আরও পড়ুন: Alia Bhatt: 'এখন একটু মুশকিল...', ফের হলিউডে কাজ করবেন আলিয়া ! কী নিয়ে চিন্তিত ?