কলকাতা: বলিউড (Bollywood) তারকাদের সম্পত্তির প্রাচুর্যের কথা করো অজানা নয়। কারো কারো ব্য়াঙ্ক ব্য়ালেন্স বলে বলে দশ গোল দিতে পারে যে কোনও বড় মাপের ব্য়বসায়ীকে। আজও আলোচনা করব এমনই একজন অভিনেতাকে নিয়ে যার সম্পত্তির খতিয়ান অবাক করবে আপনাকেও।


এইমুহূর্তে তিনি বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্য়তম। তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক হিট ছবি। কথা বলছি অভিনেত্রীর আলিয়া ভট্টের। সম্প্রতি তাঁর সম্পর্কে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। ছবি প্রতি ১০ কোটি টাকা করে পারিশ্রমিক নেন মহেশ ভট্ট কন্য়া। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৬০ কোটি টাকা। তাই রির্পোট অনুযায়ী, বলিউডের ধনী অভিনেত্রীদের মত আলিয়া ভট্ট অন্য়তম। (Alia Bhatt) 


আরও পড়ুন...


ফুলকপি-ব্রকোলি পাতে থাকে? না জেনেই মিলছে বড় উপকার


তাঁর মোট বাড়ির সংখ্য়া ৩টি। একটি লন্ডনে, একটি মুম্বাইয়ের জুহু ও বান্দ্রায়। জুহুর বাড়িতে থাকেন আলিয়ার বোন শাহীন। অন্য়দিকে, লন্ডনের বাড়ি কেনা প্রসঙ্গে আলিয়া একটি সাক্ষাৎকারে একবার বলেছিলেন যে, লন্ডনের বাড়ি কেনা তাঁর জীবনের অন্য়তম বড় স্বপ্ন ছিল। তাঁর এই বাড়ির মূল্য় ২৫ কোটি টাকা। উল্লেখ্য়, আলিয়ার এই বাড়ি লন্ডনের কভেন্ট গার্ডেনে অবস্থিত।


২০২০ সালে কোভিডের সময় বান্দ্রায় একটি বাড়ি কিনেছিলেনআলিয়া ভট্ট। বাস্তু পালি হিলস কমপ্লেক্সের পঞ্চম তলায় অবস্থিত এই বাড়ির দাম প্রায় ৪০ কোটি টাকা। একই বিল্ডিং কমপ্লেক্সের সপ্তম তলায় একটি বাড়ির মালিক রণবীর কপূরও। বাড়ির পাশাপাশি একাধিক বিলাসবহুল গাড়িও রয়েছে আলিয়ার সংগ্রহে। যার মধ্য়ে রয়েছে BMW 7 সিরিজের ২.৫ কোটি টাকার রেঞ্জ রোভার ভোগ। ৩টি অডির, যার মধ্যে দুটি SUV এবং একটি সেডান Audi A6৷


এর পাশাপাশি 'অ্যাড-এ-মামা' নামে একটি বিখ্যাত পোশাকের ব্র্যান্ডের মালিক হলেন আলিয়া ভট্ট। ২০২০ সালে এই ব্র্যান্ডটি চালু হয়। যার মূল্য় এখন ১৫০ কোটি টাকা। একটি সূত্র মারফত জানা গেছে, ইশা আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স রিটেল আলিয়ার কোম্পানিকে ৩০০-৩৫০ কোটি টাকায় কেনার পরিকল্পনা করছে।


এখানেই শেষ নয়, একটি প্রোডাকশন হাউসের মালিকও আলিয়া ভট্ট। ২০১৯ সালে ইটারনাল সানশাইন প্রোডাকশন নামে এই প্রযোজনা সংস্থাটি শুরু করেন অভিনেত্রী। বলিউড সূত্রের খবর, রনবীর ঘরণী তাঁর প্রোডাকশন হাউসের নামে মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমে ৩৮ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial