কলকাতা: ভারতীয় ছবির ক্ষেত্রে হাজার কোটির ব্য়বসা করা এখন খুব বড় বিষয় নয়। চলতি বছর শাহরুখ খানের (Shahrukh Khan) 'পাঠান' (Pathan) ও 'জাওয়ান' (Jawan) বক্সঅফিসে হাজার কোটির গন্ডি পেরিয়েছে। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), আলিয়া ভট্ট (Alia Bhatt) বা প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) মত অভিনেত্রীরাও নিজের প্রতিভার জোরে কোটি কোটি টাকার ব্য়বসা দিয়েছেন। তবে আজ যে অভিনেত্রীর কথা আলোচনা করব তিনি ভারতীয় চলচ্চিত্রের (Indian Film Industry) এমন একজন শিল্পী যাঁর ছবি প্রথমবার হাজার কোটি টাকার ব্য়বসা করে। 


২০১৭ সালে মুক্তি পেয়েছিল এসএস রাজামৌলির (SS Rajamouli) ছবি বাহুবলী: দ্য কনক্লুশন (Bahubali The Conclution)। বিশ্বব্য়াপী ১৭০০ কোটির ব্য়বসা করেছিল এই ছবি। প্রভাস (Prabhas) ও রানা দগ্গুবটির (Rana Daggubati) পাশাপাশি এই ছবিতে অন্য়তম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা শেট্টি (Anushka Shetty)। তাঁর অভিনয় ও স্টাইলে মন মজেছিল আট থেকে আশির। এই ছবিতে নিজেকে যোদ্ধা রূপে তুলে ধরেছিলেন অনুষ্কা। ফলে অসিচালনা থেকে অশ্ব চালনা সবকিছুই শিখতে হয়েছিল তাঁকে। নিজের অভিনয় দক্ষতার দ্বারা তিনি জিতে নিয়েছিলেন দর্শকের মন।


উল্লেখ্য, অনুষ্কা শেট্টি গত দেড় দশক ধরে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির (Telegu Film Industry) অন্যতম প্রধান অভিনেত্রী। ২০০৫ সালে তিনি 'সুপার' ছবির  তাঁর চলচ্চিত্র যাত্রা শুরু করেন, ও অল্প সময়ের মধ্য়েই নিজেকে দক্ষ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। মহিলাকেন্দ্রিক ছবিতে অভিনয় করে সুপারহিট হয়েছে এমন ২টি ছবি রয়েছে তাঁর ঝুলিতে। 


আর কোন কোন অভিনেত্রীর ছবি ১০০০ কোটির ব্য়বসা করেছিল?


প্রসঙ্গত, আমির খানের (Amir Khan) 'দঙ্গল' (Dangal) ও বক্সঅফিসে হাজার কোটির ব্য়বসা করেছিল। এই ছবিতে সানায়া মলহোত্রা (Sanaya Malhotra), ফতিমা সানা শেখের (Fatima Sana Seikh) মত শিল্পীরা অভিনয় করেছিলেন।  'আরআরআর' (RRR) ছবিটিও হাজার কোটি গন্ডি পেরোয়। এখানে ক্য়ামিও রোলে অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট ও শ্রিয়া শরণ। 'KGF চ্যাপ্টার 2' -এর মত ব্লকবাস্টার হিট ছবিতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করে লাইমলাইট কেড়েছিলেন শ্রীনিধি শেট্টি। পাঠানে দীপিকা ও জাওয়ানের নয়নতারার অভিনয়ও ছিল নজর কেড়ে নেওয়ার মত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।