নয়াদিল্লি: রবিবারের রাস্তায় হঠাৎ যদি আপনার গাড়ি বা বাইকে এসে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লিফট চায়? কেমন হবে ব্যাপারটা? অবাক হচ্ছেন? এমনটাই হয়েছে যে। আর তাঁর সেই অচেনা সারথীকে (bike ride) ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিগ বি (Big B) নিজেই। 


শ্যুটে পৌঁছতে দেরি, অচেনা ব্যক্তির বাইকে চড়লেন বিগ বি


প্রত্যেকদিনের মতোই বাইক নিয়ে বেরিয়েছিলেন তিনি। তখন কি আর জানতেন যে মাঝরাস্তায় মহাতারকা তাঁর থেকে লিফট চাইবেন। শ্যুটিং লোকেশনে পৌঁছতে যানজটের শিকার যাতে না হতে হয়, এবং যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়, সেই কারণে 'রাইড বাডি'র সাহায্য নেন তিনি।               


অমিতাভ বচ্চন নিজের ইনস্টাগ্রামে এদিন একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তিনি একটি রয়্যাল এনফিল্ডে চালকের পিছনে বসে রয়েছেন। ক্যাপশনে লেখেন, 'রাইড দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু... তোমাকে চিনি না... কিন্তু তুমি আমার কথা শুনে আমাকে সময়ে কাজের লোকেশনে পৌঁছে দিলে... দ্রুত এবং অমীমাংসিত ট্রাফিক জ্যাম এড়িয়ে... ধন্যবাদ টুপি পরা, শর্টস ও হলুদ টি-শার্টের মালিক।'


 






এই বাইক সফর তাঁকে তাঁর কলেজের দিনগুলো এবং গ্রুপ পিকনিকের মজার সময়গুলোর কথা মনে করিয়ে দেয়। তিনি তাঁর ব্লগে গিয়ে তাঁর বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে সাপ্তাহিক রবিবারের বৈঠক, বাইক চালানো এবং আরও অনেক কিছু সম্পর্কে লেখেন। তিনি আরও লিখেছেন যে তিনি প্রায়শই নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে কাজ যেতে চান এবং যাঁরা বেপরোয়াভাবে গাড়ি চালান এবং ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করেন তাঁদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।            


আরও পড়ুন: Homemade Hair Musk: রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক


কর্মক্ষেত্রে, অমিতাভ বচ্চনকে আগামী কাজ 'প্রজেক্ট কে'তে দেখা যাবে। সেই ছবিতে রয়েছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোনকেও। নাগ অশ্বীনের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। এছাড়া তাঁকে ঋভু দাশগুপ্তর কোর্টরুম ড্রামা 'সেকশন ৮৪'-এও দেখা যাবে।