নয়াদিল্লি: দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) তাঁর প্রযোজনা সংস্থার সফর শুরু করেন পরিচালক মেঘনা গুলজারের (Meghna Gulzar) ছবি 'ছপাক'-এর (Chhapaak) হাত ধরে। সেই সময় ২০২০ সালে 'জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়'-এর ওপর বহিরাগতদের তাণ্ডব শুরু হয় এবং ওই সময়েই সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সেই সময় ছবি মুক্তির ঠিক দিন তিনেক আগে JNU-র ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁদের প্রতিবাদে অংশ নেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেঘনা সম্প্রতি এই বিষয় উল্লেখ করে বলেন, এই ঘটনা তাঁদের ছবির বক্স অফিস কালেকশনে প্রভাব ফেলে। 


'ছপাক'-এর বক্স অফিস কালেকশনের জন্য দীপিকাকেই 'দায়ী' করলেন মেঘনা?


২০২০ সালের জানুয়ারি মাসে জেএনইউ-র ক্যাম্পাসে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং ক্যাম্পাসে বহিরাগতদের তাণ্ডবের প্রতিবাদ ও সংশোধনী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পড়ুয়াদের পাশে দাঁড়ান তিনি। পড়ুয়াদের সঙ্গে থেকেছিলেন শুধু অভিনেত্রী, এবং কোনও মন্তব্য করেননি, তারপর ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা রীতিমতো বিতর্ক উস্কে দেয় তখন। এরপর ১০ জানুয়ারি, ২০২০-তে 'ছপাক' মুক্তি পায় প্রেক্ষাগৃহে, কিন্তু বক্স অফিসে কার্যত মুখ থুবড়েই পড়েছিল। পরিচালক মেঘনা গুলজার মনে করেন যে দীপিকার জেএনইউ-তে যাওয়া তাঁদের ছবির ব্যবসায় 'ক্ষতি' ডেকে এনেছিল। 


এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, 'আমি নিশ্চিত যে উত্তরটা খুবই সহজ। হ্যাঁ, অবশ্যই, ওই ঘটনা ছবির ব্যবসায় ক্ষতি করেছিল। কারণ আলোচনাটা অ্যাসিড ভায়োলেন্স থেকে, যেটা আমি দেখাতে চেয়েছিলাম, সেখান থেকে অন্যত্র চলে গিয়েছিল। ফলে, অবশ্যই তা ছবিতে প্রভাব ফেলে। এটা অস্বীকার করার কোনও জায়গাই নেই।'


JNU-তে দীপিকা পাড়ুকোন


দীপিকা পাড়ুকোন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছন ২০২০ সালের ৭ জানুয়ারি এবং মাত্র মিনিট ১০ মতো ছিলেন সেখানে। কোনও কথা না বলেই ক্যাম্পাস ছাড়েন অভিনেত্রী। সেই সময় একাধিক বলিউড তারকাই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এবং সেই রাতে তাঁদের সঙ্গে সশরীরে যোগ দেন দীপিকাও। দিল্লিতে তিনি তখন 'ছপাক' ছবির প্রচারেই উপস্থিত ছিলেন। পরনে সম্পূর্ণ কালো পোশাক ছিল (পড়ুয়াদের প্রতিবাদের সমর্থনে) যখন তিনি ক্যাম্পাসে যান। 'পদ্মাবত' অভিনেত্রীকে ক্যাম্পাসে স্বাগত জানাতে 'আজাদি' স্লোগান দেওয়া হয়। ক্যাম্পাসে অভিনেত্রীর উপস্থিতির অজস্র ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 


আরও পড়ুন: Top Entertainment News Today: চার হাত এক হবে সৌরভ-দর্শনার, এখনও সঙ্কটজনক রোহিত বল, বিনোদনের সারাদিন


প্রসঙ্গত, মেঘনা গুলজার আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি 'স্যাম বাহাদুর' নিয়ে, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। ছবির মুক্তি ১ ডিসেম্বর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y