কলকাতা: বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) নাতনি মেখলা বসুর (Mekhla Basu)। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের (Shayantan Mukherjee) নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পৌলমী বসুর (Poulami Basu) কন্যা মেখলাকে।
বাংলা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি
নতুন ছবি নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক বা প্রযোজক কেউই। তবে শোনা যাচ্ছে, তেলুগু ছবি 'অন্ডালা রাক্ষসী'-র চিত্রনাট্য থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হবে এই বাংলা ছবি। ত্রিকোণ প্রেমের এই গল্পে যথেষ্ট হিংসার ঘটনাও রয়েছে। তেলুগুতে এই ছবি প্রযোজনা করেছিলেন রাজা মৌলি। ২০১২ সালে তেলুগুতে তৈরি হয়েছিল এই ছবি।
সদ্য মুক্তির দিন ঘোষণা হয়েছে সায়ন্তন মুখোপাধ্যায়ের ছবি 'ঝরা পালক'-এর। এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন ব্রাত্য বসু ও জয়া আহসান। ছবির প্রচারের মধ্যেও নতুন ছবি নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি। মূলত কলকাতা আর সিকিমে হবে তাঁর নতুন ছবির শ্যুটিং। এখনও ছবির নাম অবশ্য চূড়ান্ত হয়নি। তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। মেখলা অবশ্য ইতিমধ্যেই জাতীয় স্তরের কাজের সঙ্গে যুক্ত থেকেছে। তবে বাংলা ছবিতে এই প্রথম পা রাখবে সে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনির বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়েও ইন্ডাস্টিতে কথাবর্তা চলছে। জল্পনা এও, শুধু মেখলা নয়, এই ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন আরও এক তারকা সন্তান। তবে এ নিয়ে মুখেও কুলুপ পরিচালক-প্রযোজকের। অপর গুরুত্বপূর্ণ চরিত্রে অবশ্য দেখা যাবে পেশাদার কোনও অভিনেতাকেই। বিভিন্ন নাম উঠে আসলেও এখনও ছবির অন্য নায়কের নাম চূড়ান্ত হয়নি। সমস্ত কথাবার্তাই রয়েছে প্রাথমিক স্তরে।
সায়ন্তন মুখোপাধ্যায়েরচলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে ইতিমধ্যেই। জয় গোস্বামী এই ছবিটা ৩ বার দেখে বলেছিলেন, এই ছবি সাধারণ মানুষের কাছে পৌঁছনো উচিত। ব্রাত্য বসু আর জয়া আহসান, অর্থাৎ, ছবির নায়ক নায়িকারাও বেশ আশাবাদী এই ছবি নিয়ে। এবার অপেক্ষা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া 'ঝরা পালক'-কে। জীবনানন্দ দাশের জীবন আধারিত এই ছবি মুক্তি পাবে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালনা এই ছবি মুক্তি পাবে ১৭ জুন।