নয়াদিল্লি: বছরের সেই সময় ফের এসে গেছে। বিনোদন দুনিয়ার (Entertainment Industry) অন্যতম ফ্যাশনেবল অনুষ্ঠান 'মেট গালা' (Met Gala 2024) হাজির হতে চলেছে। ২০২৪ সালের বসন্তকালের এই প্রদর্শনীর বিষয় জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরের নভেম্বরেই। ফলে ফের উত্তেজনায় ফুটছেন ফ্যাশন উৎসাহীরা। কারা কারা এবারের অনুষ্ঠানে অংশ নেবেন? কবে কোথায় দেখা যাবে এবারের 'মেট গালা'?
শুরু হতে চলেছে এবছরের 'মেট গালা', কবে কোথায় দেখা যাবে?
প্রথম সারির চোখ ধাঁধানো অতিথিদের উপস্থিতি, সঙ্গে দেখা মিলবে জেনডায়া, জেনিফার লোপেজ ও ক্রিস হেমসওয়ার্থের মতো তারকাদের। যাঁদের পরনে থাকবে এবারের থিম 'দ্য গার্ডেন অফ টাইম'-কে কেন্দ্র করে তৈরি পোশাক। 'কস্টিউম ইনস্টিটিউট'-এর প্রায় ২৫০-এর বেশি উপকরণ, যা কোনওদিন প্রকাশ্যে আনা হয়নি এর আগে, ২০২৪ সালের 'মেট গালা'য় দেখা যাবে। বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য।
এই বছর 'মেট গালা ২০২৪' অনুষ্ঠিত হবে ৬ মে। প্রত্যেক বছর নিউ ইয়র্কের 'মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট' এই 'কস্টিউম ইনস্টিটিউট গালা' অনুষ্ঠিত করে, যা আসলে তহবিল সংগ্রহের (fundraising event) উদ্দেশ্যে হয়। ঝাঁ চকচকে রেড কার্পেট, দেশবিদেশ থেকে আমন্ত্রিত তারকাদের উপস্থিতি, তাঁদের পোশাক, সঙ্গীত, ও সিনেমা এই অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
'মেট গালা' রেড কার্পেট ইভেন্ট প্রত্যেক বছরের মতো এবারও আয়োজন করছে 'ভোগ', যা ফ্যাশন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ম্যাগাজিন। তাদের যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে, যার মধ্যে আছে টিকটক ও ইউটিউবও।
এবারের অনুষ্ঠানে সম্ভবত জেনিফার লোপেজের সঙ্গী বেন অ্যাফ্লেক থাকবেন। ক্রিস হেমসওয়ার্থ ও এলসা পাটাকি এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। জেনডায়া নিয়ে আসবেন টম হল্যান্ডকে। এছাড়া আরও একাধিক তারকার নাম শোনা গেলেও নিশ্চিত নয়।
গত বছর, 'মেট গালা ২০২৩' অনুষ্ঠান শুরু হয়েছিল ১ মে, ২০২৩, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। যদিও, ভারতীয় সময় অনুযায়ী, এই অনুষ্ঠানের স্ট্রিমিং শুরু হয় ২ মে, ২০২৩, ভোর ৪টে থেকে। ২০১৮ সালের 'মেট গালা'য় নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে আলাপ হয় বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। 'মেট গালা ২০২৩'-এ ডেবিউ করতে দেখা যায় আলিয়া ভট্টকে (Alia Bhatt)। প্রবাল গুরুঙের (Prabal Gurung) ডিজাইন করা পোশাক পরেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।