কলকাতা: ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে এই ছবি, প্রেক্ষাগৃহেও চলছে রমরমিয়ে। আর এবার, সেই ছবিকেই প্রচারের হাতিয়ার করল কলকাতা মেট্রো রেল! সোশ্যাল মিডিয়ার হঠাৎই ছড়িয়ে পড়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও খুদে অভিনেতা সমদর্শী সরকার-এর ছবি! এই ছবি 'দাবাড়ু' (Dabaru) সিনেমার একটি দৃশ্যের। ব্যাপারটা কী?
ইতিমধ্যে এই খবর অনেকেই জানেন যে মেট্রোরেলের পরিষেবার সময়ে কিছু বদল আনা হয়েছে। রাত ১০টার মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যেত আগেই। তবে এবার, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দমদম থেকে কবি সুভাষ মেট্রো লাইনে রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জানানো হয়েছে, এখনই নিয়মিতভাবে মিলবে না এই মেট্রো। প্রথমে কাজের দিনে, পরীক্ষামূলকভাবে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত মেট্রো সার্ভিস দেওয়া হয়। পর্যাপ্ত যাত্রী হলে, তবে নিয়মিত চালু করা হবে এই ব্যবস্থা।
তবে এই ঘোষণার মধ্যে কোথা থেকে এলেন ঋতুপর্ণা ও সমদর্শী? মেট্রোরেল কর্তৃপক্ষ রাত পর্যন্ত মেট্রো চালানোর ঘোষণা ছড়িয়ে দিতে বেছে নিয়েছেন সদ্য মুক্তি পাওয়া ছবি 'দাবাড়ু'-কে। পথিকৃৎ বসু পরিচালিত (Pathikrit Basu) নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় সদ্য মুক্তি পাওয়া এই ছবি বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে। এই ছবি তৈরি হয়েছে, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। অত্যন্ত অভাবের সঙ্গে লড়াই করে, গ্র্যান্ডমাস্টার হওয়ার গল্প বলে এই ছবি।
এই পোস্টারে দেখানো হয়েছে, ছোট্ট 'দাবাড়ু' দাবায় মন না দিয়ে মাকে বলছে, 'মা এই টুর্নামেন্টটা তো রাতে শেষ হবে'। আর মা ঋতুপর্ণা ছেলের মাথায় হাত বুলিয়ে তাকে বলছেন, 'চিন্তা করিস না। ভাল করে খেল। রাত ১১টার পরেও এখন মেট্রো পাওয়া যাচ্ছে। বাড়ি ফিরতে আর অসুবিধা হবে না'। এই সিনেমাকে ব্যবহার করার অর্থ যেন এও যে, এক্কেবারে সাদামাটা জীবনযাপন করা মানুষেরাও, এই পরিষেবার দ্বারা উপকৃত হবেন। যাঁরা নিয়মিত যাতায়াত করে কাজ করেন, অফিস বা দোকান-ব্যবসা বা অন্যান্য কাজের জায়গা থেকে ফিরতে রাত হয়, মেট্রোর এই বিশেষ পরিষেবার ফলে তাঁদের সুবিধা হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।