Mika Singh: গোটা একটা দ্বীপই কিনে ফেললেন মিকা সিংহ?

Bollywood Celebrity Updates: সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে বোড চালানোর একটি ভিডিও পোস্ট করেছেন মিকা। মিকার অনুরাগীরা সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত।

Continues below advertisement

মুম্বই: এবার গোটা একটা দ্বীপই কিনে ফেললেন বলিউড গায়ক মিকা সিংহ (Mika Singh)। ব্যক্তিগত দ্বীপ কেনার পর তিনি জানাচ্ছেন, তিনিই প্রথম ভারতীয় যিনি এমন কাজ করলেন। শুধু দ্বীপ কেনাই নয়, তার পাশাপাশি ৭টি বোট ও ১০টি ঘোড়াও কিনেছেন তিনি। জানা গিয়েছে এমনটাই। সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে বোড চালানোর একটি ভিডিও পোস্ট করেছেন মিকা (Mika Singh)। মিকার অনুরাগীরা সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত।

Continues below advertisement

 ব্যক্তিগত দ্বীপ কিনলেন মিকা সিংহ-

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন মিকা সিংহ। যেখানে দেখা যাচ্ছে, বোট চালাচ্ছেন তিনি। মিকা সিংহের পোস্ট করা সেই ভিডিওতে তাঁকে যেমন ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। তেমনই নেটিজেনদের একাংশ ট্রোল করতেও ছাড়েননি। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'নালায় শর্টস করছেন!', আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'ওহ অসাধারণ'। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'কি পরিস্কার জল। বাহ! বাহ!'

মিকা সিংহকে শেষবার দেখা গিয়েছে রিয়েলিটি শো 'সয়ম্বর মিকা দি বোটি'তে। সেই শো সঞ্চালনা করেন আর এক জনপ্রিয় গায়ক শান (Shaan)। এই শো-তে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার চেষ্টা করতে দেখা যায় মিকাকে। ১২জন প্রতিযোগী অংশগ্রহণ করেন ওই রিয়েলিটি শো-তে। শো শেষে বিজয়ী হিসেবে আকাঙ্খা পুরিকে বেছে নেন মিকা। জানিয়ে দেন, আকাঙ্খাই ওই শোয়ের বিজয়ী এবং তাঁর ভবিষতের জীবনসঙ্গী। 

আরও পড়ুন - Deepika Padukone: বিমানবন্দরে একা অভিনেত্রী! রণবীর-দীপিকার সম্পর্কে ফাটল?

প্রসঙ্গত, গত বছর পর্ণ কাণ্ডে গ্রেফতার হন শিল্পা শেট্টির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। রাজের গ্রেফতারি প্রসঙ্গে নিজের মতামত দেন মিকা সিংহ। তিনি বলেন, 'আমি অপেক্ষা করছি পরবর্তীতে কী হয় তা দেখার জন্য। তবে আশা করছি, যা হবে ভালোর জন্যই হবে। ওঁর অ্যাপ সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। তবে, আমি একটা অ্যাপ দেখেছিলাম। সেটা খুবই সাধারণ একটা অ্যাপ ছিল। তাতে একেবারেই বিশেষ কিছু ছিল না। তবুও আশা করছি, ভালো কিছুই হবে।' রাজ কুন্দ্রা সম্পর্কে মিকা সিংহ বলেন, 'রাজ কুন্দ্রা একজন ভালো মানুষ বলেই আমার মনে হয়। এবার এটাই দেখার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। এটা তো একমাত্র আদালতই বলতে পারবে।'

Continues below advertisement
Sponsored Links by Taboola