মুম্বই: বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) আগামী ছবি 'মিলি'র (Mili) ট্রেলার মুক্তি পেল নেট দুনিয়ায়। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জাহ্নবী কপূর। তাঁর বিপরীতে দেখা যাবে সানি কৌশলকে (Sunny Kaushal)। 'মিলি' ছবিটি মূলত মালায়লম ছবি 'হেলেন'-এর রিমেক। 'মিলি' আসলে বাঁচার লড়াই।


ট্রেলার মুক্তি পেল জাহ্নবী কপূরের 'মিলি' ছবির-


এদিন নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরের বহু প্রতীক্ষিত ছবি 'মিলি'র ট্রেলার (Mili Trailer)। ছবিতে জাহ্নবী কপূর, সানি কৌশল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনোজ পহওয়া এবং বলিউডের আরও অনেক তারকাকে। 'মিলি'র গল্প আসলে বাঁচার লড়াই। ট্রেলারে দেখা যাচ্ছে, একটি ফাস্ট ফুড চেনে কাজ করেন জাহ্নবী। আচমকাই একদিন তিনি আটকে পরেন ফ্রিজারে। বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় স্টোর। ফ্রিজার থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করতে থাকেন তিনি। কিন্তু নাগাড়ে ফ্রিজারের মধ্যে থাকতে থাকতে ঠান্ডায় জমে যেতে থাকে তার হাত পা। ক্রমশ যেন মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে মিলি ওরফে জাহ্নবী। শেষ পর্যন্ত কী হয়? ফ্রিজার থেকে কি বেরোতে পারে জাহ্নবী? তা জানার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পাওয়া পর্যন্ত। জানা গিয়েছে, আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'মিলি'। ট্রেলারে জাহ্নবী কপূরের অভিনয়ে খুশি দর্শকেরা। ক্রমশ নিজেকে ভেঙে গড়ে তৈরি করছেন অভিনেত্রী। এমনটাই মত নেটিজেনদের।



আরও পড়ুন - New Web Series: অবৈধ সম্পর্কের কথা জানতে পারায় শর্মিলাকে খুন করে পালাল আদিত্য! তারপর...


প্রসঙ্গত, বলিউডে কেরিয়ার আগেই শুরু করেছেন জাহ্নবী কপূর। কিন্তু এই প্রথমবার তিনি কাজ করলেন তাঁর বাবা বনি কপূরের সঙ্গে। ছবির শ্যুটিং শেষ করে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নানা আবেগপ্রবণ বার্তা দেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা বনি কপূরের উদ্দেশে লেখেন, 'ছবির শ্যুটিং শেষ হল। মিলি। বাবার সঙ্গে এটাই আমার প্রথম ছবি। বাবাকে আমি আগে নানাসময় ছবির গল্প শুনতে দেখেছি একজন প্রযোজক হিসেবে। কিন্তু তোমার সঙ্গে কাজ করে অনুভব করতে পারছি কতটা কুল তুমি। অবশেষে এটাও বুঝতে পারছি, কেন এতদিন সবাই বলে এসেছেন যে, একটা ছবি তৈরির সময় তুমি তোমার হৃদয় এবং আত্মা পুরোটাই ছবির জন্য উৎসর্গ করে দাও। প্রতিটা ছবিই কীভাবে তোমার কাছে বিশেষ হয়ে ওঠে। তাই তোমার সঙ্গে প্রথমবার কাজ করা এই ছবি আমার কাছে বিশেষ। মিলির এই সুন্দর জার্নির গল্প শেষ হবে না যদি না ম্যাথু কুট্টি জেভিয়ার স্যরের প্রতি কৃতজ্ঞতা না জানাই। ছবির প্রতি তাঁর ভালোবাসা অসম্ভব বেশি। অনেক ধন্যবাদ নোবেল বাবু থমাস আপনার ধৈর্য্য এবং গাইডেন্সের জন্য। আশা করছি দর্শকও আমাদের এই জার্নি প্রতি মুহূর্তে সিনেমা দেখার সময় অনুভব করবেন। আশা করছি বাবা তোমাকে গর্বিত অনুভব করাতে পারব। এই জার্নিটার জন্য অনেক ধন্যবাদ।'