নেটিজেনদের বুড়ো আঙুল, ৫২-র মিলিন্দ সোমান চুটিয়ে প্রেম করছেন অষ্টাদশীর সঙ্গে, চলছে ইন্সটাগ্রামে ছবি আপলোডও
তবে অনেকেই মিলিন্দকে এভাবে ট্রোল করার বিপক্ষে। তাঁদের কথায় এটা মিলিন্দের একান্ত ব্যক্তিগত জীবন
জানা গিয়েছে, এই অঙ্কিতা কনওয়ারও মিলিন্দের মতো একজন ম্যারাথন রানার
অনেকে আবার মিলিন্দের প্রাক্তন প্রেমিকার কথা উল্লেখ করে বলেন, এর আগে তিনি তাঁর চেয়ে কুড়ি বছরের বয়সে ছোট মেয়ের সঙ্গে প্রেম করেছিলেন
অনেকেই মোদী সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উল্লেখ করে কটাক্ষ করে বলেছেন, বেটি পড়াও, বেটি কো মিলিন্দ সোমান সে বাঁচাও অভিযান....
কিন্তু তাঁদের এই অসম প্রেমকে ভাল ভাবে নেননি নেটিজেনরা। উপযাজক হয়ে চলেছে তাঁদের জ্ঞান দেওয়া।
অষ্টাদশী অঙ্কিতা পেশায় বিমানসেবিকা।
মিলিন্দ সোমান সদ্যই পালন করলেন তাঁর ৫২ বছরের জন্মদিন। জন্মদিনে নরওয়েতে তাঁর বর্তমান বান্ধবীর সঙ্গে কাটানো কিছু একান্ত মুহূর্তের ছবিও শেয়ার করেন। তারপরই ৫২-র মিলিন্দকে ট্রোল করা শুরু করেন নেটিজেনরা। কারণ, তাঁর প্রেমিকার বয়স মাত্র ১৮।