নয়াদিল্লি: শিবের মন্দিরে যাওয়ার পথে ছড়িয়ে থাকা জঞ্জাল তুললেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমান। এই নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে শিবের মন্দিরে যাচ্ছিলেন মিলিন্দ সোমান। পাহাড়ি পথে যাওয়ার সময় দেখতে পান মন্দির যাওয়ার পথে যত্রতত্র ছড়িয়ে জঞ্জাল। মন্দিরের কেয়ারটেকার তাঁকে জানান, ময়লা ফেলার জন্য এখানে কোনও ডাস্টবিন রাখা হয় না। কারণ ডাস্টবিনে ময়লা ফেললেই বাঁদর উৎপাত শুরু করে। উল্টে দেয় ডাস্টবিন। এ কথা শোনার পরেই মিলিন্দের প্রতিক্রিয়া, বাঁদরের চেয়ে আমাদের বেশি বুদ্ধিমান হওয়ার সময় এসে গিয়েছে। আপনি কেন অবাক হচ্ছেন।
এরপরে আর দেরি না করে নিজেই হাত লাগান জঞ্জাল পরিষ্কারের কাজে। মিলিন্দ বলেছেন, ‘‘দেবতার প্রতি আমার ভক্তি প্রকাশ করতে মন্দিরে যাওয়ার পথে যতটা সম্ভব পেরেছি জঞ্জাল পরিষ্কার করেছি। মন্দিরের কেয়ারটেকারের কথা শুনে আমি খুব অবাক হয়েছি। কেয়ারটেকার জানিয়েছিলেন, এখানে কোনও ডাস্টবিন নেই। জঞ্জাল জড়ো করে জঙ্গলের মধ্যে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু আমার মনে হয় বাঁদরের থেকে বুদ্ধিমান হওয়ার মতো সময় আমাদের এসে গিয়েছে। এছাড়া খাবার তৈরির কোম্পানগুলির বায়োডিগ্রেডেবল প্যাকেট ব্যবহার করা উচিত।’’
ইনস্টাগ্রামে মিলিন্দের এই বক্তব্যের পরে কমেন্ট করেন তাঁর স্ত্রী অঙ্কিতা কনওয়ার। প্রণামের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘হর হর মহাদেব।’ মিলিন্দের ভক্ত বা অনুরাগীরাও তাঁর এই আচরণে দারুণ খুশি। কোনও নেটিজেনের বক্তব্য, আপনি আমাদের অনুপ্রেরণা। কেউ আবার লিখেছেন, আপনাদের দুজনকেই অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। কেউ আবার লিখেছেন এটা অসাধারণ উদাহরণ।