কলকাতা: বিমানের পরিবেশন করা খাবারে চুল, সোশ্য়াল মিডিয়ায় ছবি শেয়ার করে ক্ষোভপ্রকাশ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র। খারাপ পরিষেবা পেয়ে ট্যুইটারে সরব হওয়ার ঘটনা নতুন নয়, তবে অভিনেত্রী সাংসদের পরিষেবার প্রতি এই ক্ষোভ যাত্রী স্বাচ্ছন্দ্যের প্রশ্ন তুলে দিল আবারও। মিমির পোস্ট দেখে নেটিজেনদের অনেকেরই মত, খোদ সাংসদ অভিনেত্রীই যদি এমন খারাপ পরিষেবা পান, তাহলে সাধারণ মানুষদের কী অবস্থা তা আন্দাজ করে নেওয়া সহজেই।                                                                                         


ঠিক কী ঘটেছিল? আপাতত বিদেশ সফর করছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেয়ার করে নিচ্ছেন তাঁর একলা সফরের টুকরো টুকরো ছবি। কিন্তু গতকাল, মঙ্গলবার বিমান সফরে নিজের খাবারের প্লেটের ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। সেখানে পড়ে রয়েছে আধ খাওয়া একটি ক্রসোঁ। সেই সঙ্গে প্লেটে দেখা যাচ্ছে একটি চুল।                                                                                           


আরও পড়ুন: Singer Shilajit: ভাষার ভালবাসায়.. শিলাজিতের উদ্যোগে অবাক নেটদুনিয়া


ছবিটি শেয়ার করে, ওই বিমান পরিবহন সংস্থাকে ট্যাগ করে ক্যাপশানে মিমি লিখেছেন, 'আমার মনে হয়, আপনারা এতটাই বড় হয়ে গিয়েছেন যে আপনাদের সঙ্গে যে সমস্ত যাত্রীরা সফর করছে, তাঁদের অসুবিধা সুবিধার বিন্দুমাত্র খেয়াল রাখতে পারছেন না তাঁরা? দুপুরের খাবারে চুল পাওয়াকে খুব একটা ভাল বিষয় বলে মনে করি না আমি। গোটা ঘটনাটা নিয়ে ই মেইল করেছিলাম আমি। কিন্তু আপনারা উত্তর দেওয়া বা ক্ষমা চাওয়ার প্রয়োজনবোধও করেননি। আমি যখন আমার প্লেটে থাকা ক্রসোঁটা চিবোচ্ছিলাম, তখন সেটার মধ্যে থেকে এই চুলটা বের হয়।'


 





মিমির এই ট্যুইটে উদ্বিগ্ন হয়েছেন অনেকেই। তাঁদের বক্তব্য, যদি একজন সাংসদ অভিনেত্রীই এমন খারাপ পরিষেবা পান, তাহলে সাধারণ মানুষ কেমন পরিষেবা পাবেন তা আন্দাজ করা যায় সহজেই।