কলকাতা: একটা সময়ে এই দুই নায়িকার মধ্যে সম্পর্ক সুমধুর ছিল না মোটেই। বিভিন্ন ব্যক্তিগত কারণে, বারে বারেই একে অপরের বিরুদ্ধে মুখ খুলেতেন তাঁরা। তবে সে সব এখন অতীত। এখন কিন্তু এক নায়িকা অন্য নায়িকার প্রশংসায় পঞ্চমুখ। একজনের বিকিনি লুক দেখে অপর নায়িকা কখনও প্রশংসায় পঞ্চমুখ হন তো আরেক নায়িকা চুম্বন করে বলেন, 'লেডি সুপারস্টার'। কথা হচ্ছে, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)-কে নিয়ে। সদ্য ভাইরাল হয়েছিল, এই দুই নায়িকার একটি রিল। যেখানে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। কয়েক মিলিয়ান মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন তাঁদের এই রিল। আর আজ, মুক্তি পেয়েছে মিমির নতুন সিনেমার গান। সেই গানের স্টেটাস শেয়ার করে প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

Continues below advertisement


আজ মুক্তি পেয়েছে 'রক্তবীজ ২' (Roktobeej 2)-এর নতুন গান, 'চোখের নীলে'। এই গানে রোম্যান্স করতে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। 'রক্তবীজ ২'-এর এই গানের জন্য অপেক্ষা করছিলেন অনেকেই। এই গানের ঝলক প্রকাশ্যে এশেছিল টিজারে। আর সেখানেই নীল বিকিনিতে দেখা গিয়েছিল, মিমি চক্রবর্তীতে। দীর্ঘদিন পরে, বাংলা ছবিতে বিকিনি লুকে চাঞ্চল্য ছড়িয়েছিলেন মিমি। তখনই বোঝা গিয়েছিল, এই দৃশ্য একটি গানের। এর পর থেকেই সেই গানের অপেক্ষায় ছিলেন সবাই। অবশেষে মুক্তি পেল, 'রক্তবীজ ২' -এর নতুন গান, 'চোখের নীলে'। 


এই গানে ঘনিষ্ঠ প্রেম করতে দেখা গিয়েছে আবীর আর মিমিকে। কখনও নীল সমুদ্রের তীরে আবীর মিমিকে পিঠে নিয়ে ঘুরছেন, কখনও আবার দোলনা বিছানায় ঘনিষ্ঠ হচ্ছেন ২ জনে। এই গানেরই দৃশ্যের একটি কোলাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লিখেছেন, 'হট স্টাফ'। এর আগেও মিমিকে টলিউডের দীপিকা পাড়ুকোন বলে প্রশংসা করেছিলেন শুভশ্রী। আর এবার, মিমির নতুন গানের কোলাজ শেয়ার করে শুভশ্রী বলছেন, মিমির দিক থেকে চোখ সরানো যাচ্ছে না।




মুক্তির পরেই, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মিমি আর আবিরের বিভিন্ন গানের কোলাজ। এর আগেও 'রক্তবীজ' সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছিলেন আবির আর মিমি। এই ছবিতে তাঁরা কেন্দ্র ও রাজ্যের দুই পুলিশ অফিসার হয়েছিলেন। সেই ছবিতে তাঁদের মধ্যে প্রেমের আভাস দেখানো হলেও কোনও রোম্যান্টিক দৃশ্য ছিল না।