কলকাতা: ৩৩ বছরে পা দিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আজ তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অভিনেত্রীর অনুগামীরা শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন। তবে শুধু অনুগামীরাই নন, শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুরাও।
এদিন নিজের ইনস্টাগ্রামে মিমির একটি ছবি পোস্ট করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানান অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্য়ায় (Anindya Chatterjee)। জন্মদিন পালনেরই একটি ছবি পোস্ট করেন তিনি। কেক হাতে 'বার্থডে গার্ল'কে পোজ দিতে দেখা গেল সেখানে। ক্যাপশনে অনিন্দ্য লেখেন, 'কিছু বন্ধু আছে যাঁরা সোনার থেকেই বেশি দামী হন এবং এই মানুষটা নিশ্চিত রূপে তাঁদের মধ্যে অন্যতম। জন্মদিনের অঢেল শুভেচ্ছা।'
তাঁর পোস্টে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সেখানেই মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও। অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: Srabanti on Gehraiyaan: 'অবশ্যই দেখা উচিত', 'গহেরাইয়াঁ' দেখে আপ্লুত শ্রাবন্তী
সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ সক্রিয় মিমি চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিয়ে নতুন সিরিজ শুরু করেছিলেন তিনি। 'মিমি'জ সিক্রেট' (Mimi's Secret)। সেখানেই নিজের বিষয়ে ছোট্ট ছোট্ট জিনিস ভাগ করে নিতেন। বেশ কিছুদিন পর ফের নিজের আরও একটি ছোট্ট সিক্রেট ভিডিও শেয়ার করেন।