কলকাতা: বছর শেষের আগেই একগুচ্ছ ওয়েব সিরিজ নিয়ে আসছে হইচই (Hoichoi)। এর মধ্যে কিছু সিরিজের কাজ ইতিমধ্যেই সারা, কেবল দর্শকদের সামনে আসার অপেক্ষায়। কিছু ওয়েব সিরিজের কাজ চলছে জোরকদমে। একনজরে দেখে নেওয়া যাক, ভারত ও বাংলাদেশের কাস্টিং মিলিয়ে কোন কোন নতুন চমক নিয়ে আসছে হইচই (Hoichoi)।
ডাইনি (Dainee)
'হইচই'-এ দ্বিতীয়বার নতুন ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নতুন এই সিরিজের নাম 'ডাইনি'। দুই বোন জড়িয়ে পড়ে একটি ডাকিনীতন্ত্রের প্যাঁচে। নির্ঝর মিত্রের পরিচালনায় নতুন এই ওয়েব সিরিজ বলবে লড়াই এবং সেই জীবনের ওঠাপড়া থেকে বেঁচে ফিরে আসার গল্প।
বিষহরি (Bishohori)
এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী (Rajnandini) ও সোলাঙ্কি রায় (Solanki Roy)-কে। নাগপঞ্চমীর রাতে বহু প্রাচীন একটি শাপের সত্যতা নিয়ে প্রশ্ন করে বসে নববধূ রাজনন্দিনী। পরিবারের কোন গোপন সত্যিকে লুকিয়ে রাখতে চাইছেন সোলাঙ্কি? যাঁরা কাল্পনিক রহস্য ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন, তাঁদের এই ধরণের ওয়েব সিরিজ ভাল লাগবে। সিরিজটির পরিচালনা করেছেন সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তী (Srijit Roy and Souvik Chakraborty)
রঙ্গিলা কিতাব (Rongila Kitab)
বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি ওয়েব সিরিজ 'রঙ্গিলা কিতাব'। এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে মুস্তাফিজুর নুর (Mostafizur Noor) ও পরিমণি (Pori Moni)-কে। জীবনযুদ্ধ ও একটি ক্রিমিনালের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। দর্শকদের কাছে এই সিরিজ একটি নতুন চমক হবে।
নিকষ ছায়া (Nikosh Chhaya)
ফিরছেন নীরেন ভাদুড়ি। ফিরছেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। 'পর্ণশবরীর সাপ'-এর দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ভাদুড়ি মশাইয়ের নতুন এই গল্পে আগের মতোই থাকছেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay), গৌরভ চক্রবর্তী (Gaurav Chakrabarty), অনিন্দিতা বসু (Anindita Bose) ও অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay)।
কালরাত্রি (Kaalratri)
এবার ওয়েব সিরিজে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। নতুন বিবাহ আর তারপরে 'দেবী'-র জীবনের ওঠাপড়া নিয়েই এগিয়ে যাবে এই ওয়েব সিরিজের রহস্যময় গল্প। এটি মূলত একটি মার্ডার মিস্ট্রি।
বোহেমিয়ান ঘোড়া (Bohemian Ghora)
অমিতাভ রেজা চৌধুরীর (Amitabh Reza Chowdhury) পরিচালনায় এই ওয়েব সিরিজে একটি ট্রাক ড্রাইভারের চরিত্রে দেখা যাবে মোশারফ করিম (Mosharraf Karim)-কে। বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি এই গল্পেও দেখানো হয়েছে জীবনের ওঠাপড়ার গল্পকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।