কলকাতা: পিছিয়ে গেল আনোয়ার আলি (Anwar Ali) মামলার শুনানি। সোমবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি ছিল। সেই শুনানি স্থগিত রাখা হল। সূত্রের খবর, অক্টোবরের ২২ অথবা ২৩ তারিখ হতে পারে আনোয়ার মামলার পরবর্তী শুনানি। আইএসএলের (ISL Derby) ডার্বি ১৯ অক্টোবর, শনিবার। সেই ম্যাচে মাঠে নামতে পারবেন আনোয়ার। বড় ম্যাচ খেলতে আর বাধা রইল না ইস্টবেঙ্গল ডিফেন্ডারের।
নিয়ম ভেঙে মোহনবাগানের চুক্তি বাতিল করে ইস্টবেঙ্গলে সই করার অভিযোগ রয়েছে আনোয়ারের বিরুদ্ধে। তাঁকে আগেই শাস্তি দিয়েছে ফেডারেশন। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল ক্লাব। সঙ্গে আবেদন করেন আনোয়ার আলি আর আনোয়ারের প্রাক্তন ক্লাব দিল্লি এফসি-ও। এরপরই ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটিতে বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেয় দিল্লি আদালত। ২৭ সেপ্টেম্বরের পিঠের অস্ত্রোপচারের জন্য সময় চেয়ে নেন আনোয়ারের উকিল। ৩০ সেপ্টেম্বরের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল ১৪ অক্টোবর। তবে সোমবারের সেই শুনানি ফের পিছিয়ে গেল। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে হবে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি।
ডুরান্ড কাপে দুই দলের ডার্বি আর জি কর প্রতিবাদের আবহে বাতিল করা হয়েছিল। তা নিয়ে জলঘোলাও কম হয়নি। ইন্ডিয়ান সুপার লিগের শনিবারের ম্যাচই তাই মরশুমের প্রথম ডার্বি। মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসা আনোয়ার আলিকে নিয়ে বিতর্ক কম হয়নি।
আরও পড়ুন: বাগে পেয়ে হারানো গেল না উত্তর প্রদেশকে, ৩ পয়েন্টেও আম্পায়ারিং নিয়ে ক্ষোভ বাংলা শিবিরে
আরও পড়ুন: পারফর্ম করেও বাংলার ক্রিকেটারেরা জাতীয় দলে ব্রাত্য কেন? প্রশ্ন প্রাক্তন ভারতীয় তারকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।