কলকাতা: ছবিতে একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী। তাঁদের এক একজনের স্বভাব এক এক রকম। কিন্তু, যদি এক তারকা বিচার করেন অপর তারকাকে? কে হবে টক-ঝাল-মিষ্টি? ছবি মুক্তির পরে, সেই আড্ডায়, থুড়ি বিশ্লেষণে বসলেন 'রক্তবীজ' (Roktobeej)-টিমের কলাকুশলীরা। 


এর আগে, এমনই এক আড্ডায় বসে, মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)-কে হজম করা কঠিন বলে উল্লেখ করেছিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আর এবার, ছবির নায়িকার কপালে জুটল 'ঝাল' তকমা! কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya), দেবলীনা কুমার (Devleena Kumar), দেবাশীষ মণ্ডল (Debashish Mondal) ও মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) নিয়ে আড্ডার আসর জমেছিল। আর সেখানেই প্রশ্ন করা হয়, সেটে টক, ঝাল, মিষ্টি ও তেতো -কে?


এই প্রশ্নে, ২ রকম উত্তর মেলে। সেটে 'ঝাল' তকমা দিতে কাঞ্চন ও অম্বরীশ বেছে নেন মিমি চক্রবর্তীকে। কারণ হিসেবে অম্বরীশ বলে, 'মিমি এতটাই সুন্দরী যে তাঁকে ঝালের সঙ্গে তুলনা করা যায়।' দেবাশীষ আর দেবলীনা কিন্তু অন্য পথে হেঁটে বলেন, 'সেটে ঝাল সাধারণত পরিচালকই হন'। আর তাই শিবপ্রসাদকেই ঝাল বলে বেছে নিচ্ছেন তাঁরা। অন্যদিকে সেটে 'টক' হিসেবে একে অপরের নাম বলেন অম্বরীশ ও কাঞ্চন। মিষ্টি হিসেবে সবাই একবাক্যে বেছে নেন অনুসূয়া মজুমদারের নাম। 


আরও একটি প্রশ্ন রাখা হয়েছিল। তা হল, ডেটে যাওয়ার সুযোগ পেলে কে কার সঙ্গে ডেটে যাবেন? উত্তরে অম্বরীশ বলেন, 'মিমি ছাড়া আর কেই বা আছে ওখানে ডেটে যাওয়ার? তবে তিনি কী যাবেন?' উত্তরে মিমি জবাব দেন, তাঁর নাকি ডেটে যাওয়ার সময় নেই। অন্যদিকে কাঞ্চন ডেটে যেতে চান শিবপ্রসাদের সঙ্গে। ১৪ বছর পরে তাঁর সঙ্গে কাজ করেছেন, আর তাই নাকি কাঞ্চনের অনেক গল্প বাকি শিবপ্রসাদের সঙ্গে। 


সেটে তেতো হিসেবে অম্বরীশ বেছে নেন সত্যমকে। কারণ সে সবে নিজের কেরিয়ার শুরু করেছে। আর তেতো দিয়েই খাওয়া শুরু করতে হয়। নোনতা হিসেবে দেবাশীষ বেছে নেন দেবলীনাকে।


 






আরও পড়ুন: 12th Fail Film Review: বিক্রান্তই 'ম্যান অফ দ্য ম্যাচ', বিধু বিনোদের পরিচালিত অন্যতম সেরা ছবি '12th Fail'