কলকাতা: মোবাইল ফোন থেকে হঠাৎ উধাও সাত হাজার ছবি, পাঁচশো ভিডিও! মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে ট্যাগ করে ট্যুইটারে নিজের ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁর অভিযোগ, কোনও সমস্যা হয়নি মোবাইলে, কিন্তু হঠাৎই ফোন থেকে মুছে যায় তাঁর তোলা সাত হাজার ছবি, পাঁচশো ভিডিও!


আজ সকালে ট্যুইটারে একটি ছোট্ট ট্যুইট করেন মিমি। কিন্তু কয়েক লাইনের সেই অভিযোগ মোটেই ছোট নয়। তিনি লিখেছেন, 'সাত হাজার ছবি, পাঁচশো ভিডিও আমার মোবাইলের গ্যালারি থেকে ডিলিট হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছি না আমার কী করা উচিত! কাঁদা উচিত নাকি চিৎকার করে কাঁদা উচিত! ছবি ও ভিডিও ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করেছি কিন্তু কোনোটাই কাজে লাগেনি। মোবাইল প্রস্তুতকারী সংস্থার নাম উল্লেখ করে তিনি লেখেন, 'আমি প্রচণ্ড বিরক্ত বোধ করছি।'



সদ্য মৈনাক ভৌমিকের নতুন ছবি 'মিনি'-র শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী। ছবির শ্যুটিং সেট থেকে মাঝে মধ্যেই মিষ্টি ছবি পোস্ট করতেন অভিনেত্রী। শ্যুটিংয়ের শেষ দিনেও একাধিক ছবি, ভিডিও শেয়ার করেন মিমি। গোটা টিমের সঙ্গে একসঙ্গে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। কাজ শেষের দিন মিমি বলেন 'পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। যাতে ছবিটা তাড়াতাড়ি শেষ করে আপনাদের জন্য প্রেক্ষাগৃহে নিয়ে আসতে পারি।' ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায় কেমন? অভিনেত্রীর কথায়, 'পুঁচকি, অর্থাৎ আমাদের মিনি, খুব ভাল কাজ করেছে। আমরা সকলেই খুব উত্তেজিত ও আশাবাদী।'


মাতৃত্বের গল্প বলবে 'মিনি'। পরিচালকের কথায়, 'এই প্রজন্মের কাবুলিওয়ালা ও মিনির গল্প হিসেবে ধরতে পারেন। একজন মাসি ও বোনঝির গল্প। মিমি ও অয়ন্নার রসায়ন অন্য মাত্রায় পেয়েছে ছবিতে। যেমন মজা করে শ্যুট করেছি, আশা করেছি দর্শকেরাও সেরকমই ভালবাসবেন ছবিটিকে।'


পুজোর আগেই প্রথম দফার শ্যুটিং শেষ হয়েছিল 'মিনি'-এর। পুজোর পর দ্বিতীয় দফার শ্যুটের র‍্যাপ আপ হয়ে গিয়েছে। দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতে হলে প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য।