সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, চুঁচুড়া(হুগলি) : পুকুর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। মৃতের নাম শ্রীকান্ত মাল (২৫)। গতকাল রাতে মালপাড়ায় মদের আসরে গোলমাল বাধে। মদের আসর থেকে গভীর রাতে গলিগালাজ করার প্রতিবাদ করায় স্থানীয় বিশ্বনাথ দত্তের পরিবারের ওপর মদ্যপরা চড়াও হয় বলে অবিযোগ। এনিয়ে বিশ্বনাথবাবুর স্ত্রী রীতা দত্ত চুঁচুড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার পরেই চুঁচুড়ার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের মালপাড়ায় রেড করে পুলিশ। পুলিশ আসায় ভয় পেয়ে পালিয়ে যায় মদ্যপরা।
এদিকে গতকাল রাত থেকে আর বাড়ি ফেরেননি শ্রীকান্ত নামে ওই যুবক। আজ সকাল থেকে তাঁর খোঁজ শুরু হয়। বেলা বারোটা নাগাদ মালপাড়ার পুকুর থেকে শ্রীকান্ত মালের মৃতদেহ উদ্ধার হয়। এর পরেই উত্তেজনা ছড়ায়। পুলিশে অভিযোগকারী বিশ্বনাথ দত্তর বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিবারের সদস্যদের মারধরও করে মৃতের বাড়ির লোকজন, এমনই অভিযোগ।
ঘটনার খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে মদের আসরে একটা অশান্তি হয়েছিল প্রতিবেশী এক পরিবারের সঙ্গে। অভিযোগ পেয়ে পুলিশ যায়। সেখানে গিয়ে কাউকে পায়নি। আজ স্থানীয় পুকুর থেকে একজনের মৃতদেহ উদ্ধার হয়।
মৃতের দিদি বলেন, গতকাল ভাই তার বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছিল। ভাই কিছু করেনি। তার সঙ্গীরা গালিগালাজ করছিল। তা নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল হয়। প্রতিবেশী গিয়ে থানায় অভিযোগ করে। তার পরেই পুলিশ আসে। তখন ভাই পুকুরে ঝাঁপ মারে। পুলিশ চলে গেলে উঠে আসে। পরে আবার পুলিশ এলে সে পালিয়ে যায়। আজ পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয়।
এদিকে রীতা দত্ত বলেন, রোজ মদ খেয়ে অশান্তি করে । বাড়িতে টেকা যায় না। কাল মদ খেয়ে গালি দিচ্ছিল। আমার স্বামী প্রতিবাদ করায় আমাদের উপর চড়াও হয়। পাড়ার লোক বলে পুলিশে না জানালে ওরা থামবে না। আমাদের মারধর করে। কেউ কোনও অন্যায় করলে প্রতিবাদ করা যাবে না ?
বিশ্বনাথ দত্তর পরিবারকে উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।