কলকাতা: অভিনয়ের পাশাপাশি গানটাও যে চুটিয়ে গাইতে পারেন, তা অজানা নয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) অনুরাগীদের। নিজের ইউটিউব চ্যানেলে এর আগেও গান গেয়েছেন অভিনেত্রী। তাই তাঁর সুমধুর গানের গলা অজানা নয় অনুরাগীদের। ফের একবার সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে ঝড় তুললেন অভিনেত্রী। এবার একেবারে রবীন্দ্রসঙ্গীত। তাও আবার 'আমারো পরাণ যাহা চায়, তুমি তাই'। এমন গান গেয়ে কাকে ভালোবাসা নিবেদন করলেন 'বাজি' অভিনেত্রী?
আরও পড়ুন - Aryan Khan Case: আরিয়ান খানকে বড় স্বস্তি বম্বে হাইকোর্টের
সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভিডিওতে দেখা যাচ্ছে নিজের গলায় গান গাইছেন অভিনেত্রী। 'আমারো পরাণ যাহা চায়'। সঙ্গে রয়েছে গীতবিতান। নানা প্রাকৃতির পরিবেশের মধ্যে কালো শাড়িতে রিল তৈরি করেছেন অভিনেত্রী। তবে, গানের একেবারে শেষে অভিনেত্রীর চোখ থেকে জলের ধারা নেমে আসতেও দেখা যায়। গানের কথা ও আবেশে মিশে গিয়েছেন মিমি চক্রবর্তী।
রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আজকের সম্পর্ক নয় মিমি চক্রবর্তীর। কেরিয়ারের একেবারে শুরুর দিনে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'গানের ওপারে'তে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ধারাবাহিকের 'পুপে' চরিত্র খুবই জনপ্রিয় হয় দর্শকের কাছে। সেই অনুভূতিই যেন ফের একবার অনুরাগীদের জন্য ফিরিয়ে দিলেন অভিনেত্রী। তবে, নেট নাগরিকরা অভিনেত্রীর এমন ইনস্টাগ্রাম রিল দেখে প্রশ্নও করেছেন, 'কার উদ্দেশে এমন গান গাইলেন মিমি? কার জন্যই বা ভিডিওর শেষে চোখের জল ফেললেন?'। যদিও এর কোনও উত্তরই দেননি মিমি চক্রবর্তী। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী অবশ্য লিখেছেন, 'এই গান দিয়ে আপনারাও নিজেদের মতো রিল তৈরি করুন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সংসদীয় দলের বৈঠকে গরহাজির হওয়ার কারণে মিমি চক্রবর্তীকে শোকজ করে দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhisek banerjee) উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে কেন অনুপস্থিত? মিমি চক্রবর্তীর কাছে কারণ জানতে চায় দল। মিমি চক্রবর্তীর সঙ্গে একইরকমভাবে শোকজ করা হয় নুসরত জাহানকেও।