ছবিটি পোস্ট করে মিমি লিখেছেন, আরে নিশ্চিতভাবে বলা যায় যে আমার পোর্ট্রেট আমার থেকে দেখতে সুন্দর লাগছে। খুব ভালো লাগছে যে আমার ছবির সহকারী পরিচালক এই মানুষটি আমার জন্য এমন একটি কাজ করে এনেছে। আজকের দিনটা আমার কাছে খুব ভালো দিন ছিল না, কিন্তু এই ছবিটা যেন মন বদলে দিল। সে জন্যই হয়তো বলা হয় মেঘ আড়ালে লুকিয়ে থাকে রুপোলি রেখা। চুনিয়া, তোমায় অনেক ভালোবাসা!
'এ তো আমার চেয়েও ভালো', সহকারী পরিচালকের আঁকা পোর্ট্রেট শেয়ার করলেন আপ্লুত মিমি চক্রবর্তী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2020 01:56 PM (IST)
পেন্সিল স্কেচে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছবি। সেই ছবি হাতে নিয়ে এবং ছবি যিনি এঁকেছেন তাঁকে পাশে দাঁড় করিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট করলেন মিমি নিজেই।তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে যিনি এই ছবি এঁকেছেন তিনি মিমির পরবর্তী ছবির অ্যাসিস্টান্ট ডিরেক্টর। এই সহকারী পরিচালক চুনিয়া-র প্রশংসা করছেন মিমি নিজের পোস্টে।
NEXT
PREV
কলকাতা: পেন্সিল স্কেচে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছবি। সেই ছবি হাতে নিয়ে এবং ছবি যিনি এঁকেছেন তাঁকে পাশে দাঁড় করিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট করলেন মিমি নিজেই।তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে যিনি এই ছবি এঁকেছেন তিনি মিমির পরবর্তী ছবির অ্যাসিস্টান্ট ডিরেক্টর। এই সহকারী পরিচালক চুনিয়া-র প্রশংসা করছেন মিমি নিজের পোস্টে। প্রসঙ্গত, লকডাউনের সময়কাল জুড়ে নানা সময়ে নানা কারণে খবরে এসেছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। যাদবপুরের এই সাংসদকে কখনও দেখা গিয়েছে বিপদে পড়া মানুষজনকে চাল, ডাল, আলু বিতরণ করতে। মাস্ক পরা, হাত সাবান দিয়ে ধোয়া, স্যানিটাইজ করার প্রচারে তাঁকে দেখা গিয়েছে। লকডাউনে চায়ের দোকানে গিয়ে ‘চা খাবো না আমরা?’ কথাটি বলে ভাইরাল হওয়া ভিডিয়োর বয়স্ক মানুষটির ঘরে পার্টিকর্মীর হাত দিয়ে সাহায্য পাঠিয়েছেন তিনি। রবীন্দ্র সঙ্গীতের ভিডিয়ো শুটিং করেছেন আনলক পর্ব শুরু হতেই। আবার অপর অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে সঙ্গে নিয়ে নতুন ছবির শুটিংও করলেন আনলক পর্বে। তাঁর এই উদ্যোগে ইন্ডাস্ট্রির বাকিরাও কাজ শুরু করতে সাহস পেয়েছে বলে মনে করেন অনেকে। আর এবার উৎসাহ দিলে সহকারী পরিচালকের আঁকা পোর্ট্রেটকে।
ছবিটি পোস্ট করে মিমি লিখেছেন, আরে নিশ্চিতভাবে বলা যায় যে আমার পোর্ট্রেট আমার থেকে দেখতে সুন্দর লাগছে। খুব ভালো লাগছে যে আমার ছবির সহকারী পরিচালক এই মানুষটি আমার জন্য এমন একটি কাজ করে এনেছে। আজকের দিনটা আমার কাছে খুব ভালো দিন ছিল না, কিন্তু এই ছবিটা যেন মন বদলে দিল। সে জন্যই হয়তো বলা হয় মেঘ আড়ালে লুকিয়ে থাকে রুপোলি রেখা। চুনিয়া, তোমায় অনেক ভালোবাসা!
ছবিটি পোস্ট করে মিমি লিখেছেন, আরে নিশ্চিতভাবে বলা যায় যে আমার পোর্ট্রেট আমার থেকে দেখতে সুন্দর লাগছে। খুব ভালো লাগছে যে আমার ছবির সহকারী পরিচালক এই মানুষটি আমার জন্য এমন একটি কাজ করে এনেছে। আজকের দিনটা আমার কাছে খুব ভালো দিন ছিল না, কিন্তু এই ছবিটা যেন মন বদলে দিল। সে জন্যই হয়তো বলা হয় মেঘ আড়ালে লুকিয়ে থাকে রুপোলি রেখা। চুনিয়া, তোমায় অনেক ভালোবাসা!
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -