কলকাতা: এবার পুজোয় তাঁর সঙ্গী নতুন পোষ্য। তাঁকে নিয়েই ঠাকুরের মণ্ডপে গিয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবিও। অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর এবারের পুজোর সঙ্গী চিকু জুনিয়র আর ম্যাক্স। তাঁর দুই পোষ্যকে নিয়েই দুর্গা প্রতিমার সামনে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন মিমি।


পুজোয় মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি 'বাজি'। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছে অভিনেতা জিৎ-কে। করোনার ধাক্কা পেরিয়ে ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবি। করোনাবিধি বজায় রেখেও পুজোয় ছবি দেখতে আসার আর্জি জানিয়েছেন সাংসদ অভিনেত্রী। অন্যদিকে এটাই প্রথম পুজো মিমির ছোট্ট পোষ্য চিকু জুনিয়রের। তাঁর পোষ্য চিকু এই বছরই ক্যানসারে মারা যায়। এরপরেই মিমির পরিবারে আসে এই পোষ্য। চিকুর কথা মনে করেই মিমি তার নাম রেখেছেন চিকু জুনিয়র। পুজোর শুরু থেকেই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মিমি।


অন্যদিকে নতুন ছবি 'মিনি'-র শ্যুটিং শুরু করেছেন মিমি। প্রকাশ পেয়েছে নতুন ছবিতে মিমির লুক। হালকা হলুদ টি শার্ট আর মাথার হেয়ার ব্যান্ড। ঠোঁটের ওপর গোঁফের মত করে ধরা পেনসিল। ঠিক ছোটবেলার খেলার মত। নতুন ছবিতে মিমি চক্রবর্তীর প্রথম লুকেই ছিল চমক। চিত্রনাট্যে মিমির নাম তিতলি। আর তার পাশেই স্কুলের পোশাকে, দুটো ঝুঁটি বেধে বসে ছোট্ট অয়না চট্টোপাধ্যায়। তার ঠোঁটের ওপরেও একইভাবে ধরা পেনসিল। ছবির নাম ভূমিকায় রয়েছে এই একরত্তিই। গল্পের নাম 'মিনি'। মৈনাক ভৌমিকের পরিচালনায় এই প্রথমবার কাজ করবেন মিমি চক্রবর্তী।


অন্যদিকে এই ছবির হাত ধরেই প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জা (স্মল টক আইডিয়াজ) ও এমকে এন্টারটেনমেন্ট। নতুন এই সফর নিয়ে উৎসাহী তাঁরাও।









মিমির সেই পোস্টেই কি ছিল তাঁর নতুন চরিত্রের ইঙ্গিত? আপাতত রুপোলি পর্দায় ছোট্ট 'মিনি'-র সঙ্গে বন্ধুত্ব করতে দিন গুনছেন 'তিতলি' মিমি।