কলকাতা: আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। বিভিন্ন হাসপাতালে চলছে কর্মবিরতি। জুনিয়র চিকিৎসকেরা রাস্তায় নেমেছেন, এমনকি আজ দিল্লিতেও মোমবাতি মিছিল হয়েছে। এই আবহে, সুবিচারের আশায় মৃত চিকিৎসকের পাশে দাঁড়িয়েছে টলিউডও। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে পোস্ট করেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কী লিখেছেন তিনি?
এক্স হ্যান্ডলে পোস্ট করে মিমি লিখেছেন, 'শাস্তি এমন হওয়া উচিত যে ভবিষ্যতে এমন অপরাধ করার কথা ভাবলেও যেন যে কারও শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায়।' হ্যাশট্যাগ আরজিকর মেডিক্যাল কলেজ দিয়ে মিমি লিখেছেন, 'কারও সন্তান মারা গিয়েছে, কারও স্বপ্ন মারা গিয়েছে। ওই পরিবারের ক্ষতি অপূরণীয়। এই অপরাধের কোনও ক্ষমা হয় না। তোমাদের সঙ্গে আমিও রয়েছি।' মিমির এই পোস্টে নিজেদের মন্তব্য লিখেছেন অনেকেই।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রুদ্রনীল ঘোষও। তিনি একটি কবিতা লিখেছেন এই বিষয় নিয়ে। নাম, 'স্টেথোস্কোপ'। রুদ্রনীলের কবিতার ছত্রে ছত্রে রয়েছে, আরজি করের ধর্ষিতার কষ্টের কথা। মেয়েকে নিয়ে বাবা-মায়ের স্বপ্নের কথা, আর তারপরে সেই স্বপ্নের মৃত্যুর। তবে সেই সঙ্গে অভিযোগ করেছেন যে এই হত্যার পিছনে কোনও একজন নেই। রুদ্রনীলের আরও দাবি, এই হত্যাকে প্রথমে আত্মহত্যা বলে রাজনৈতিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর সেই কারণেই নাকি মুখ্যমন্ত্রী মেয়েটির বাবা-মাকে ফোন করেছিলেন। সর্বোপরি, এই ঘটনায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন রুদ্রনীল। সেই সঙ্গে তুলে এনেছেন 'ধনঞ্জয়'-এর কেসের প্রসঙ্গও। রুদ্রনীলের দাবি, অন্যান্য নাম আর ষড়যন্ত্র গোপন করার জন্যই ধৃত সঞ্জয়কে খুব তাড়াতাড়ি ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে এ শুধুই অভিযোগ। আরজি করের ঘটনা এখনও বিচারাধীন। তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Dev-Rukmini: অবশেষে অবসর.. 'বালির শহর'-এ ছুটি কাটাতে দেব-রুক্মিণী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।