কলকাতা: দুটি ছবি দুটো সময়ের। সোশ্যাল মিডিয়ায় রঙের উৎসবে দুটি ছবি শেয়ার করে নিয়েছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রথম ছবিটি এখনকার। হলুদ লেহঙ্গার সঙ্গে তাঁর গায়ে আবিরের ছোঁয়া। অন্য ছবিটি অনেক পুরনো, সেখানে দেখা যাচ্ছে, দোল খেলায় মত্ত একদল খুদে। পুরনো দিনের ছবি পোস্ট করে মিমি লিখেছেন, 'আমায় খুঁজে বের করুন তো'
দোলের দিন সোশ্যাল মিডিয়ায় মিমির ভাগ করে পুরনো ছবিটি মনে ধরেছে অনুরাগীদের। অনেকেই খুঁজে পাননি মিমিকে। অনেকে আবার খুঁজে পেয়েছেন প্রিয় নায়িকাকে। বলে দিয়েছেন, সাদা ফ্রক পরা মেয়েটি মিমির ছোটবেলা। তবে নিজেকে খুঁজে দেননি মিমি। বরং আড়ালে থেকেই দর্শকদের মন্তব্য উপভোগ করেছেন তিনি।
দোলের দিনই প্রকাশ্যে এসেছে মিমির নতুন ছবি 'মিনি'-র পোস্টার। মৈনাক ভৌমিকের পরিচালনায় এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এই ছবিতে একেবারে অন্য চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন অয়ন্যা চট্টোপাধ্যায়। ৬ মে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে (Theatre Release Date)।
আরও পড়ুন: কলকাতা নয়, হোলিতে শান্তিনিকেতনে তারকা সমাগম, আবির মাখলেন অনিন্দ্য, দেবলীনা, গৌরব
সরস্বতী পুজোর প্রাক্কালে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও প্রযোজক রাহুল ভাঞ্জার প্রযোজনা সংস্থা 'স্মল টক আইডিয়াস' ঘোষণা করে মিমি চক্রবর্তী অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির তারিখ। প্রযোজনা সংস্থার প্রযোজনায় এটি প্রথম বাংলা ফিচার ছবি।
'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">