কলকাতা: রবিবার দুপুর গড়াতেই নেট নাগরিকদের উদ্দেশে বেশ মজাদার একটা পোস্ট করলেন মীর (Mir)। আজ তাঁর জন্মদিন নয়। কিন্তু তারপরও তাঁর কাছে এসেছে জন্মদিনের শুভেচ্ছা। এসেছে নামী এক গাড়ি প্রস্তুতকারক কোম্পানির কাছ থেকে। আর সেই জন্মদিনের বার্তার ছবিই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন তিনি। সঙ্গে লিখলেন তাঁর চিরাচরিত ঢংয়ে বেশ কিছু মজাদার লাইন। তাতেই হাসি চাপতে পারলেন না নেট নাগরিকরা।


বিষয়টা ঠিক কী? এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মীর একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি একটি জন্মদিনের শুভেচ্ছাবার্তা। যা পাঠানো হয়েছে এক নামী গাড়ি প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে। মেসেজে লেখা রয়েছে, কোনও এক সরমা দাশগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মারুতি সুজুকি। আর সেই মেসেজ গিয়ে পৌঁছেছে মীরের কাছে। কৌতুক অভিনেতা, সঞ্চালক মীর সেই মেসেজের স্ক্রিনশট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সঙ্গে লিখেছেন, 'আমি আমার নামটা বেশ ভালোবাসি। কিন্তু মারুতি যদি এই নামটা আমাকে নিতে বলে, আমার তাতে কোনও আপত্তি নেই। শুধু এফিডেবিট করে নামটা বদলাতে হবে এই আর কী। কিন্তু দাঁড়ান দাঁড়ান। শুনুন। আমি সবেমাত্র বুঝতে পারলাম। আমি তো কোনও মারুতি গাড়ি কিনিনি। তারপরও মারুতি সুজুকিকে অনেক ধন্যবাদ জানাতে চাই। মারুতি সুজুকি আই লভ ইউ। তবে, একটা মাত্র আফসোস থেকে গেল। আসল সরমা দাশগুপ্ত তাঁর জন্মদিনের শুভেচ্ছাটা পেলেন না। ' সঙ্গে ডিসক্লেইমার হিসেবে তিনি জুড়ে দিয়েছেন, 'এই পোস্ট একেবারেই মজার জন্য। কোনওরকম অন্য মানে করবেন না দয়া করে।' মীরের পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, মারুতি সুজুকির পক্ষ থেকে কোনও সরমা দাশগুপ্তর নামে তাঁর কাছে আসা এই জন্মদিনের শুভেচ্ছায় তিনি একেবারেই বিব্রত বোধ করেননি। বরং বেশ মজা পেয়েছেন। আর সেটাই শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে।



আরও পড়ুন - Sonakshi Sinha: আইনি জটে সোনাক্ষী সিনহা, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের


প্রসঙ্গত, ছোটপর্দা, বড়পর্দা, বিভিন্ন ঘরানার টেলিভিশনে শোতে কাজ করলেও মীর মূলত জনপ্রিয়তা শীর্ষে উঠেছেন রেডিওর মাধ্যমে। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল ভূতের ভবিষ্যৎ, চ্যাপলিন, নটবর নট আউট,দ্য বং কানেকশন, আশ্চর্য প্রদীপ, কলকাতায় কলম্বাস, ধনঞ্জয়। মীর আফসার আলী মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে একটি উজ্জ্বল বাঙালি মুসলিম পরিবারের বড় হন। রেডিওতে কাজ করার পাশাপাশি নিয়ে তাঁর কৌতিক অভিনয় মানুষ পছন্দ করেছে। একটি বাংলা চ্যানেলের টিভি শো 'মীরাক্কেল'-র মাধ্যমে তিনি শহরের কমেডি কিং হিসেবে পরিচিতি পান।