কলকাতা: ইতিমধ্য়েই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আর মাধবন ও সুরভিন চাওলা অভিনীত ওয়েব শো 'ডিকাপলড'। বিয়ের পর দম্পতির জীবন ঠিক কী কী ধরণের পরিবর্তন আসে, তা নিয়েই তৈরি হয়েছে এই শো'টি। 'ডিকাপলড'-একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন বাংলার অভিনেতা মীর। শুক্রবার নিজের ইন্স্টাগ্রামে ছবি শেয়ার করে এই খবর তিনি নিজেই প্রকাশ্য়ে আনলেন। স্টিল ছবির পাশাপাশি, ছবির একটি ক্লিপিংও শেয়ার করেছেন অভিনেতা। একইসঙ্গে টিম 'ডিকাপলড' -কে শুভেচ্ছাও জানাতে ভোলেন নি মীর।
প্রসঙ্গত, ছোটপর্দা, বড়পর্দা, বিভিন্ন ঘরানার টেলিভিশনে শোতে কাজ করলেও মীর মূলত জনপ্রিয়তা শীর্ষে উঠেছেন রেডিওর মাধ্য়মে। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্য়ে উল্লেখযোগ্য় হল ভূতের ভবিষ্যৎ, চ্যাপলিন, নটবর নট আউট,দ্য বং কানেকশন, আশ্চর্য প্রদীপ, কলকাতায় কলম্বাস, ধনঞ্জয়।
মীর আফসার আলী মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে একটি উজ্জ্বল বাঙালি মুসলিম পরিবারের বড় হন। ছোটবেলা থেকেই ঘণ্টার পর ঘণ্টা রেডিও শুনতেন মীর। রেডিওতে কাজ করার পাশাপাশি নিয়ে তাঁর হাস্য়রসাত্মক বোধ মানুষ পছন্দ করেছে। একটি বাংলা চ্য়ানেলের টিভি শো 'মীরাক্কেল'-র মাধ্যমে তিনি শহরের কমেডি কিং হিসেবে পরিচিতি পান। এছাড়াও হাও মাও খাও, এবং বেটা বেটির যুদ্ধের মত অনুষ্ঠান করেছেন মীর।
অন্য়দিকে, 'ডিকাপলড'-এর হাত ধরে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন আর মাধবন ও সুরভিন চাওলা। ২২ বছর ধরে বিবাহিত এক দম্পতির জীবন এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কী কী ধরণের সমস্য়ার সম্মুখীন হচ্ছেন সেটাই ই গল্পের মূল প্রতিপাদ্য় বিষয়।'ডিকাপলড' ওয়েব শো'টি পরিচালনা করেছেন হাার্দিক মেহতা।
আরও পড়ুন...হিয়া-অয়নের প্রেমের গল্প নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও 'তোকে পাবো বলে'
অভিনয় নয়! পেশা পরিবর্তন করে ঋত্বিক চক্রবর্তী এখন সিরিয়াল কিলার বিশেষজ্ঞ
এবার ওয়েব প্ল্য়াটফর্মে মুক্তি পেল 'বান্টি অউর বাবলি টু'! কোন ওটিটিতে পাবেন দেখতে?