কলকাতা: বাঙালির কাছে রেডিওর (Radio) সঙ্গে তাঁর নাম সমার্থক। সকাল সকাল বেতারে তাঁর কণ্ঠ শুনে দিন শুরু করা বাঙালির বহুদিনের অভ্যাস। তিনি মীর আফসার আলি। কিন্তু মাস ১১ আগে সেই নিয়মেই হয় ছন্দপতন। রেডিওর দুনিয়া ছাড়েন মীর (Mir)। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় সেই খবর ঘোষণা করার পর একপ্রকার ভেঙেই পড়েছিলেন শ্রোতা ও অনুরাগীরা। তবে মীর-অনুরাগীদের জন্য সুখবর। ফের রেডিওয় ফিরছেন মীর। তবে কি এটা তাঁর সাময়িক বিরতি ছিল? গোটা ব্যাপারটা কী?


রেডিওয় ফিরছেন মীর আফসার আলি? ঘোষণা সোশ্যাল মিডিয়ায়


ফের সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা কলকাতার 'রেডিওম্যান' মীর আফসার আলির। একটি ভিডিও পোস্ট করে মীর লেখেন 'মীর ফিরছে রেডিওয় এগারো মাস পর!' আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়ছেন। রেডিওয় ফিরছেন মীর, চ্যানেলের নাম 'রেডিও ম্যাঙ্গো' (Radio Mango)। বুঝলেন না তো? আরও একটু খোলসা করে বলা যাক। 


জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডা টাইমস'-এর (Adda Times) নতুন পরিবেশনা 'জেন্টলমেন'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজের ট্রেলার। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রেলারের একটি অংশ পোস্ট করেন মীর। সিরিজে তাঁকে আরজে অ্যান্ডির (RJ Andy) চরিত্রে দেখা যাবে। যিনি ১০৯.৬ রেডিও ম্যাঙ্গো-তে চাকরি করেন। অর্থাৎ আরজে মীর এবার আরজে অ্যান্ডির ভূমিকায়। 


 



সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), জয় সেনগুপ্ত (Joy Sengupta) ও মধুরিমা বসাককে (Madhurima Basak)। ঋদ্ধি বড়ুয়ার সৃষ্টি, কোরক মুর্মুর পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন আরও একাধিক অভিনেতারা। 


 



তিন বন্ধু, বয়স ৪০-এর আশেপাশে, জীবনে অভাব মহিলা সঙ্গের। কারও ক্ষেত্রে হয়তো বউ থেকেও জীবন বিশেষ মসৃণ নয়। এই ক্রাইসিস থেকে নিজেদের মুক্তি দিতে ম্যাসাজ পার্লার খোলেন তাঁরা। সেখানেই আবির্ভাব এক সুন্দরী সঙ্গীতশিল্পীর। এরপর এক এক করে সমস্যার সূত্রপাত। ট্রেলার পোস্ট করে নির্মাতাদের তরফে ক্যাপশনে লেখা হয়, 'চল্লিশেই চালশে নাকি নতুন কোনও আইডিয়া, জীবন কোন পথ বেছে নিল?' ১৯ মে থেকে 'আড্ডা টাইমস'-এ দেখা যাবে ওয়েব সিরিজ 'জেন্টলমেন'। এদিন সেই সিরিজের প্রচারেই পোস্ট করেন মীর, যা নজর কেড়েছে দর্শকদের। 


আরও পড়ুন: Car Number Plates: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই


প্রসঙ্গত, গত বছর জুলাই মাস নাগাদ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর তৎকালীন রেডিও সংস্থায় চাকরি ছাড়ার কথা ঘোষণা করেন। তারপরও একাধিক স্বাধীন কাজ করে চলেছেন তিনি। সিনেমায় অভিনয়ও চলছে পুরোদমে। তৈরি করেছেন নিজের ইউটিউব চ্যানেল। এবার তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে।