কলকাতা: মধ্যবিত্ত জীবনে চারচাকার স্বপ্ন থাকবে না, তা কী করে হয়! তাই ঝাঁ চকচকে গাড়ি দেখলে আপনা থেকেই চোখ চলে যায় আমাদের। কিন্তু গাড়ি দেখলেও, গাড়ির নম্বর প্লেট নিরীক্ষণ করি না আমরা অধিকাংশই (Different-Coloured Number Plates)। কোনওটি লাল, কোনওটি সাদা, কোনওটি হলুদ, কোনওটি আবার সবুজ, নম্বর প্লেটের এই পৃথক রংও যথেষ্ট অর্থবহ(Car Number Plates)।


গাড়ির নম্বর প্লেটের রং দেখে গাড়ির মালিক সম্পর্কে ধারণা জন্মায়, যেমন, লাল রংয়ের নম্বর প্লেট দেশের রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের রাজ্যপালের জন্য সংরক্ষিত। লাইসেন্স নম্বরের জায়গায় থাকে অশোক স্তম্ভের ছবি।


এখানে উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রীর গাড়ির নম্বর প্লেট কিন্তু সাদা হয়, দেশের আম জনতার মতোই। আবার নতুন গাড়িতে লাল নম্বর প্লেটের উপর সাদা হরফে সংখ্য়া লেখা থাকলে বুঝতে হবে, এখনও স্থায়ী রেজিস্ট্রেশন হয়নি গাড়িটির। একমাস ওই ভাবে ব্যবহার করা যায় গাড়িটি। তবে দেশের একাধিক রাজ্যে লাল নম্বর প্লেট ব্যবহারের অনুমতি নেই সাধারণ মানুষের।


কোনও গাড়ির নম্বর প্লেট যদি হয় নীল, বুঝতে হবে বিদেশি রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা সেই গাড়ি ব্যবহার করেন। সাদা হরফে লেখা থাকে নম্বর, যাতে ভারতের কোনও রাজ্য নয়, বরং সংশ্লিষ্ট ব্যক্তির নিজের দেশের কোডের উল্লেখ থাকে।


আরও পড়ুন: Bollywood: হেলমেট ছাড়াই বাইক সফর! মুম্বই ট্রাফিক পুলিশের নজরে অমিতাভ বচ্চন ও অনুষ্কা শর্মা


গাড়ির নম্বরপ্লেট সাদা এবং তার উপর কালো হরফে লেখা থাকলে বুঝবেন, সাধারণ নাগরিকের গাড়ি সেটি। বাণিজ্যিক বা ব্যবসায়িক কারণে সেটি ব্যবহার করা যাবে না, যেমন যাত্রী তোলা, পিক-ড্রপ পরিষেবা দেওয়া।


গাড়ির নম্বরপ্লেট হলুদ হয় যদি এবং তার উপর কালো হরফে লেখা থাকে যদি, বুঝবেন সেটি ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। ট্রাক, ট্যাক্সিতে এই ধরনের নম্বর প্লেট থাকে। যাত্রা বা মালপত্র পরিবহণ করে। ওই গাড়ির চালকের কাছেও বাণিজ্যিক লাইসেন্স থাকা বাধ্যতামূলক।


আবার গাড়ির নম্বর প্লেট যদি হয় সবুজ রংয়ের, বুঝতে হবে সেটি বিদ্যুৎচালিত। সবুজের উপর সাদা হরফে লেখা থাকে সংখ্যা। আবার কালো নম্বর প্লেটও ব্যবহার করেন অনেকে। এ ক্ষেত্রে বাণিজ্যিক স্বার্থেই গাড়িটি ব্যবহৃত হয় এবং সেটি চালান গাড়ির মালিক নিজেই।


সেনাবাহিনীর ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট আবার একেবারে অন্য রকমের হয়। সেনাবাহিনীর গাড়ির নম্বর প্লেটে ১১টি সংখ্যা থাকে। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সেগুলি নথিভুক্ত থাকে। প্রথম অথবা তৃতীয় সংখ্যাটি ঊর্ধ্বমুখী তিরের মতো করে লেখা থাকে, যা দেখলে আসলে তির বলেই মনে হয়। ব্রিটিশ কমনওয়েল্থ-এ অনেক গাড়িতে এর ব্যবহার রয়েছে। তিরের পরের দুই সংখ্যা আসলে বছরের উল্লেখ, যাতে বোঝা যায় কোন সালে গাড়িটি কেনা হয়।


ভারতে গাড়ির নম্বর প্লেট বিতরণের দায়িত্ব সরকারেরই। ট্রাফিক পুলিশরা এ ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত। কোন গাড়ি, কী কাজে ব্যবহৃত হচ্ছে, নম্বর প্লেটে চোখ রাখলেই বুঝে যান তাঁরা।